https://scontent.fdac34-1.fna.fbcdn.net/v/t1.0-1/p160x160/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeGmvEWwdZTI6h13hbQmMSFJ4-gYLzAZFkEblvpT-Pc958p5uxUSQH8qYi-qrRCgFRVGE9BuTO7WHDTGsa9R7a5PefWuRLnqcmM4IMSYYYm6wy_vlA5RAIOlKinAFEtS884&_nc_oc=AQnWbNap12YVmS5GLdVayRgzwdXPGWixt2FO-8dxtTwRAhhTMYJblKJ7y-seorDjcCo&_nc_ht=scontent.fdac34-1.fna&oh=ddf7e1e5c9e6fdf80ee8b0a6c135ef17&oe=5D7E25C1 »
বিশ্বকাপে ১৯ তম ম্যাচে সাউদাম্পটনে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড এবং উইন্ডিজ। টস জিতে শুরুতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। তবে এই ম্যাচের শুরুর দিকেই ইংলিশ শিবিরে বড় দুঃসংবাদ হয়ে এসেছে দুর্দান্ত ফর্মে থাকা জেসন রয়ের ইনজুরি।
ইনিংসের অষ্টম ওভারে জোফরা আর্চারের ডেলিভারিতে ক্রিস গেইল জোড়ালো শট খেললে সেই বলে ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পান জেসন রয়। চোট গুরুতর হওয়ায় তৎক্ষণাৎ মাঠ ছেড়ে বাইরে চলে যান রয়।
টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে রয়ের চোট গুরুতর ফলে এই ম্যাচে ব্যাটিং করতে পারবেন না তিনি। এরপর পরীক্ষানিরীক্ষা করার পর বুঝা যাবে তার পায়ে কোনো প্রকার চির ধরেছে কিনা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছেন জনি বেয়ারস্টো এবং জো রুট।