ইনজুরিতে ওয়ার্নার!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্ত থেকেই যেন প্রতিটি দলে জেঁকে বসেছে ইনজুরি। একের পর এক ক্রিকেটারের ইনজুরিতে পড়ার ফলে দুশ্চিন্তার ভাঁজ দেখা গিয়েছে প্রায় সবগুলো দলের কপালেই। যদিও খুব বড় ধরণের কোনো ইনজুরির খবর পাওয়া যায়নি কোনো দলেই তবুও ছোটখাটো ইনজুরির ফলে অনেকেই মিস করছেন একটি বা দুইটি ম্যাচ। এবার এমনই ভাগ্য বরণ করে নিতে হল অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ওপেনার ডেভিড ওয়ার্নারকে।

শনিবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে অজিরা। সেই ম্যাচের প্রস্তুতি নেয়ার জন্য নেটে প্র্যাকটিস করার সময় আঘাত পেয়েছেন ওয়ার্নার। ডান পায়ের মাংশ পেশিতে বল লেগে সেখানে দাগ পড়ে গেছে এই ব্যাটসম্যানের।

ওয়ার্নারের ইনজুরি প্রসঙ্গে দলটির কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘ওয়ার্নারের পায়ে কালো দাগ পরে গেছে বল লেগে। তারপরও সে খেলার জন্য উদগ্রীব হয়ে আছে। দলের বাকি ক্রিকেটারদের মত সেও খেলতে খুব ভালোবাসে।’

এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে আসার পর খুব সহজেই মানিয়ে নিতে পেরেছেন ওয়ার্নার সেতাও স্পষ্ট হয়ে উঠলো কোচের কথায়। ‘সে ওই অবস্থা থেকে বের হয়ে এসেছে। সবার সাথেই অনেক মজা করছে। এটা অনেক ইতিবাচক একটি দিক।’

আফগানিস্তানের বিপক্ষে শনিবার মাঠে নামতে পারছেন না ওয়ার্নার সেই আভাসও মিললো কোচের কণ্ঠেই। ‘সে খেলতে মরিয়া হয়ে আছে। তবে সবার আগে বিবেচনা করতে হবে সে ফিলদিংয়ের সময় ঠিকমত নড়াচড়া করতে পারছে কিনা।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »