https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপের আগে ইনজুরির তালিকা একের পর এক লম্বা হয়েই যাচ্ছে। নিউজিল্যান্ডের টম লাথাম, ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান, ভারতীয় শিখর ধাওয়ানের পর এবার ইনজুরির শিকার হলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান অভিষিকা ফার্নান্দো।
বিশ্বকাপের মূল পর্বেই লড়াই শুরু হবার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। পায়ে ব্যথা পেয়ে হাঁটতে না পারার কারণে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
পরীক্ষানিরীক্ষা করার আগে এখনই বলা যাচ্ছে না কিছুই। তবে ২৭ তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে না পারলেও মূল পর্বের লড়াই শুরু হবার আগেই হয়তো ফিরতে পারেন ডানহাতি এই ব্যাটসম্যান।