ইতিহাস গড়া ম্যাচে টাইগার যুবাদের দাপুটে জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিউজিল্যান্ড অনুর্ধ্ব -১৯ দলের  পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে কিউই যুবাদের ৭১ রানে হারিয়ে ৪-১ সিরিজ জিতে নিলো টাইগার যুবারা। তানজিদ পারভেজের দুর্দান্ত শুরুতে ৩১৬/৮ রানের পায় টাইগার যুবারা এ দিকে রানের পাহাড় টপকাতে গিয়ে ২৪৩/১০ রান তুলতে সক্ষম হয় কিউই যুবারা।

৩১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ছন্নছাড়া কিউইদের ব্যাটিং অর্ডার। ইনিংসের প্রথম বলেই কিউই শিবিরে আঘাত হানে পেসার শরিফুল ইসলাম৷ আর তাতেই বিপর্যয়ে সামনে ঝুঁকে পড়ে দলটি। প্রথম উইকেটের পর আরও আগুন ঝড়া বোলিং শুরু হয় শরিফুলের তার ফলও পেতে থাকেন টাইগার যুবা দল। ৫০ রানের আগেই হারিয়ে বসে টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে। তিনটি উইকেটেই নেন পেসার শরিফুল ইসলাম৷

চতুর্থ উইকেট জুটিতে শুরু হয় কিউইদের প্রতিরোধ। বল হাতে উজ্জ্বল লেলম্যান এবার উজ্জ্বল ব্যাট হাতেও। সাকিবের বলে ৫৬ রান করে লেলম্যান ফিরে গেলে ভাঙ্গে লেলম্যান ও তাস্কফের ৬২ রানের জুটি । ষষ্ঠ উইকেট জুটিতে আবারও প্রতিরোধ করার চেষ্টা করে কিউই যুবারা। ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ করা ম্যাকেঞ্জি ৪৭ রান করে ফিরেন রাকিবুলের বলে। তারপর আর কেউ সেভাবে দাঁড়াতে পারেনি কিউই যুবারা। শেষ পর্যন্ত ৪৩.৪ ওভারে ২৪৩ রানে অলআউট হয় তারা। টাইগার যুবাদের হয়ে ৫ উইকেট নেন শরিফুল আর ২ টি উইকেট নেন রাকিবুল।

এর আগে লিঙ্কনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার যুব দলের অধিনায়ক আকবর আলি। অধিনায়কের সিদ্ধান্তের প্রতিদানও দেয়া শুরু করে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুই জনের দুর্দান্ত শুরুতে বেশ ভালো সূচনা পায় টাইগার যুবাদল। মাত্র ১৪.২ ওভারেই উদ্বোধনী জুটি পৌঁছায় ১০০ এর কোঠায়। এশিয়া কাপের ফাইনালে ব্যর্থ হওয়ার পর বেশ ভালোভাবেই নিজের চেনা রুপে ফিরেছেন তানজিদ। টানা চতুর্থ ফিফটি তুলে নেন তানজিদ হাসান তবে সেটি বেশি সময় দীর্ঘ স্থায়ী হয়নি আক্ষেপ থেকে গেছে শতক না পাওয়ার৷ ২ ছক্কা ও ১১ চারে ৫৯ বলে ৭১রান করে তানজিদ ফিরে গেলে ভাঙ্গে তাদের উদ্বোধনী ১২০ রানের জুটি।

তানজিদের বিদায়ের পর ছন্নছাড়া হয়ে পড়েন পারভেজও ফিরে যান ফিফটি থেকে ২ রান দুরে থাকতে। ৪৮ রানে পারভেজ বিদায় নিলে শুরু টাইগার যুবাদের আসা যাওয়ার মিছিল। নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি তৌহিদ হৃদয়, আকবর আলি ও শামিম হোসেন। তৌহিদ হৃদয় ও শামিম হোসেন ফিরেন ৮ রান করে আর অধিনায়ক আকবর আলি ফিরেন ১৪ রান করে। রঙ্গিন শুরুর পর যখন টাইগার যুবাদের ইনিংসে কালো মেঘ আছন্ন হওয়ার শঙ্কা জেগেছিলো। তবে সেই কালো মেঘের শঙ্কা জাগতে দেননি শাহাদাত ও অভিষেক দাস।

শেষদিকে তাদের দুজনের ঝলমলে ইনিংসে বাংলাদেশের অনুর্ধ্ব -১৯ দলের ইতিহাসের সেরা দলীয় সর্বোচ্চ সংগ্রহ পায় টাইগার যুবারা৷ শাহাদাত ও অভিষেক দাসের দুইজনের ব্যাট থেকেই আসে ৪৮ রান করে। আর তাতেই নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩১৬ রান তোলে টাইগার যুবারা। কিউইদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন লেলম্যান।

স্কোরকার্ড:

বাংলাদেশ অনুর্ধ্ব- ১৯ দল : ৩১৬/৮ ( ওভার ৫০) তানজিদ ৭১,অভিষেক ৪৮*, পারভেজ ৪৮, লেলম্যান ২/১২

নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দল : ২৪৩/১০ ( ওভার ৪৩.৪) লেলম্যান ৫৬, ম্যাকেঞ্জি ৪৭, তাস্কফ ৩৯ শরিফুল ৫/৪৩, রাকিবুল ২/৫৫

ফলাফল : বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দল ৭৩ রানে জয়ী

সিরিজ: ৪-১ ব্যবধানে জয়ী বাংলাদেশ অনু-১৯ দল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »