ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ১৭৫ রান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নাগপুরে টি-টোয়েন্টি সিরিজের ৩য় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ১৭৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে স্বাগতিক ভারত। টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশী অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ইনিংসের শুরুতেই ভয়ংকর রোহিত শর্মাকে ফিরিয়ে দিয়ে শুভ সূচনা করেন শফিউল ইসলাম। রোহিতের বিদায়ের পরে চাপ কাটিয়ে উঠতে ঝড়ো ব্যাটিং শুরু করেন ধাওয়ান আর রাহুল। কিন্তু শফিউলের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ইনিংস বড় করার আগেই প্যাভিলিয়নে ফিরেন শিখর ধাওয়ান। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। কিন্তু চাপ কাটিয়ে উঠতে আবারো বাংলাদেশী বোলারদের উপর চড়াও হোন রাহুল আর শ্রেয়াস। একের পর বাউন্ডারিতে দিশেহারা রিয়াদ বোলিংয়ে বারবার পরিবর্তন আনলেও কাজের কাজ আর হচ্ছিলো না। অন্যদিকে শুরুর চাপ কাটিয়ে বড় রানের স্বপ্ন দেখতে শুরু করে স্বাগতিকরা। দ্য ফিজ আর লেগ স্পিনার বিপ্লবের উপরে চড়াও হওয়া রাহুল ফিফটি তুলে নেন মাত্র ৩৩ বলে। ৫.৪ ওভারে ৩৬/২ থেকে রান বেড়ে দাঁড়ায় ১২ ওভারে ৯৪/২।

আলআমিন ২য় স্পেলের প্রথম বলে এসেই ব্রেকথ্রো দেন বাংলাদেশকে। দুর্দান্ত এক স্লোয়ারে পরাস্ত হয়ে সাজঘরে ফিরেন ঝড় তুলতে থাকা রাহুল। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩৫ বলে ৫২ রান। রাহুলের বিদায়ের পরে মনে হচ্ছিলো এবার হয়তো ভারতকে একটু চেপে ধরবে বাংলাদেশী বোলারেরা। কিন্তু উল্টো রানের চাকা সচল রাখেন আরেক সেট ব্যাটসম্যান শ্রেয়াস, অথচ উইকেটে এসেই শফিউলের বলে সহজ ক্যাচ দিয়েছিলেন তিনি কিন্তু সেটা তালুবন্দী করতে ব্যর্থ হয়েছেন বিপ্লব।

১৫তম ওভারে বল করতে আসা আফিফের প্রথম তিন বলে তিন ছক্কা হাঁকান ভয়ংকর হয়ে উঠা শ্রেয়াস। ঐ ওভারেই নিজের ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন তিনি মাত্র ২৭ বলে। শ্রেয়সের প্রতিটা ছক্কা বারবার মনে করিয়ে দিয়েছিলো বিপ্লবের মিস করা সহজ ক্যাচটার কথা। ক্যাচ মিসের প্রতিদান এতটা বিপদজনক হবে বিপ্লব নিজেও হয়তো জানতেন না।

একের পর এক মিস ফিল্ডিংয়ে বারবার সুযোগ পেয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। সুযোগ পেয়ে তা হাতছাড়াও করেন নি শ্রেয়াস-রাহুল-পান্থরা।

১৭তম ওভারে নিজের চতুর্থ ওভার করতে এসে দারুণ এক স্লোয়ারে পান্থকে ক্লিন বোল্ড করেন সৌম্য সরকার৷ নিয়মিত বোলাররা যেখানে ব্যর্থ সৌম্যই তখন এনে দিয়েছেন ব্রেকথ্রো৷ বারবার সমালোচিত হওয়া পান্থ এই ম্যাচেও হয়েছেন ব্যর্থ। ভয়ংকর শ্রেয়াস আইয়ারকেও একই ওভারে ফিরিয়ে দিয়ে রানের চাকা টেনে ধরেন সৌম্য। ৫ ছক্কা ও ৩ চারে মাত্র ৩৩ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন আইয়ার।

শেষের দিকে মনিশ পান্ডের দৃঢ়তায় ১৭৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় স্বাগতিক ভারত।

উল্লেখ্য, সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ। পরের ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা আনে স্বাগতিক ভারত।।

স্কোরঃ ভারত ১৭৪/৫ (২০ ওভার) রোহিত ২, ধাওয়ান ১৯, রাহুল ৫২, শ্রেয়াস ৬২ ; সৌম্য ২/২৯, শফিউল ২/৩২।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »