ইতিহাস গড়ে জিতলো প্রাইম ব্যাংক, তামিম ইকবালের সেঞ্চুরি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশে কখনো যা হয়নি সেটাই করে দেখালো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ডিপিএলে  ২০১৮ সালে গড়া আবাহনী লিমিটেডের রেকর্ড ভেঙে প্রথমবার চারশো ছাড়ানোর নজির গড়ল তারা।

রোববার (০৯ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৫০ ওভারে ৮ উইকেটে ৪২২ রান করেছে প্রাইম। ৫০ ওভারের ক্রিকেটে দেশের ক্রিকেট প্রথমবার দেখল এমন ঘটনা। দলকে অবিশ্বাস্য চূড়ায় নেওয়ার কারিগর নাঈম শেখ। ১২৫ বলে ১৮ চার, ৮ ছক্কায় ১৭৬ রানের ইনিংস খেলেছেন তিনি।
প্রিমিয়ার লিগের ইতিহাসের আগের রেকর্ড ছিলো আবাহনীর। ২০১৮ সালে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৪ উইকেটে ৩৯৩ রান করেছিলো তারা।

এদিন টস জিতে প্রাইম ব্যাংকে ব্যাট করতে পাঠায় ব্রাদার্স। বাকিটা সময় দুঃসময় পার করতে থাকে তারা। সাব্বির হোসেনকে নিয়ে ওপেনিং জুটিতেই ১৮ ওভারে ১৪০ রান আনেন নাঈম। ৬৩ বলে ৭৩ করে সাব্বির ফিরে যাওয়ার পর জাকির হাসান কিছুটা ধরে খেলেন, ২৯ বলে ২৬ করে তিনি আউট হন। এরপর শাহাদাত হোসেন দিপু ও শামীম পাটোয়ারি রান পাননি। কিন্তু জ্বলে উঠেন আব্দুল্লাহ আল মামুন ও সাজ্জাদুল হক রিপন। মামুন ২২ বলে ৪০ ও রিপন ৩৭ বলে করেন অপরাজিত ৫০ রান। রিশাদ হোসেন নেমে স্লগ ওভারে ৮ বলে যোগ করেন ১৭ রান। নাঈম জাগিয়েছিলেন ডাবল সেঞ্চুরির সম্ভাবনা। ৩৯তম ওভারে তিনি যখন ফেরেন দলের রান ততক্ষণে পেরিয়ে গেছে তিনশো। এরপর নির্ধারীত ওভারে ৪২৩ রানের লক্ষ্য দেয় প্রাইম।

জবাবে ব্যাট করতে নেমে রেকর্ড আর ভাঙতে পারেনি ব্রাদার্স। আইচ মোল্লার ৯৬ রানের ইনিংসে ভর করে ব্রাদার্স ২৪৯ রানে অলআউট হয়। ১৭৩ রানের বড় জয় পায় প্রাইম ব্যাংক। রিশাদ হোসেন ৩টি এবং হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও শামীম হোসেন ২টি করে উইকেট নেন।

ডিপিএলের আরেক ম্যাচে রূপগঞ্জ টাইগার্সকে ৪ উইকেটে হারিয়েছে ঢাকা আবাহনী। বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে আল আমিন জুনিয়রের ১০৪ রানের ইনিংসে ভর করে ২৬০ রানে অলআউট রুপগঞ্জ। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিঠুনের ৬০ রানের ইংনিসে কল্যাণে ১৫ বল হাতে রেখে ৬ উইকেটে ২৬৪ রান তুলে জয় নিশ্চিত করে আবাহনী।

বিকেএসপির ৪ নম্বর মাঠে পারটেক্সকে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগে ব্যাট করতে নেমে আজহার আমিরনের ৭৮ রানের ইনিংসের কল্যাণে ২১৮ রানে অলআউট হয় পারটেক্স। তাইজুর ৪টি ও নাসুম ৩টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবালের অপরাজিত ১২৫ রানের ভর করে ৫৮ বল হাতে রেখে ২২২ রান তুলে জয় নিশ্চিত করে মোহামেডান।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »