নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাউন্ট মঙ্গানুইতে সিরিজের তৃতীয় শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বৃষ্টি আইনে ১৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। ফলে প্রথম ম্যাচ জেতায় আর দ্বিতীয় ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় ১-১ ব্যবধানে সমতায় সিরিজ শেষ করেছে শান্তর দল। আগে ব্যাট করতে নেমে ১১০ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৯৫ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেলে জয় পায় কিউইরা। রিফাত আনজুমের রিপোর্ট।
ইতিহাস গড়ে বছরের শেষটা রাঙ্গাতে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি মাঠে নামে বাংলাদেশ। কিন্তু ব্যাটারদের ছন্নছাড়া ব্যাটিংয়ের পর বোলারদের দারুণ চেষ্টার পরও শেষ পর্যন্ত পরাজয় দিয়ে বছরটা শেষ করলো টাইগাররা।
১১১ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে শেইফার্টের উইকেট হারায় কিউইরা। এরপর ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস ফিরে গেলে পাওয়াতে তিন উইকেট হারিয়েছে বসে স্বাগতিকরা। মার্ক চ্যাপম্যান প্যাভিলিয়নের পথ ধরলে ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে বসে কিউইরা। এক প্রান্ত আগলে রান তুলতে থাকা ৩৮ রান করা ফিন অ্যালেনকে শরিফুল ফেরালে ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। স্যান্টনার ও নিশাম ষষ্ঠ উইকেটে জুটিতে ঠাণ্ডা মাথায় ব্যাট করে চাপ সামাল দেন। ৫ উইকেটে ৯৫ রান তোলার বৃষ্টি খেলা বন্ধ হয়ে যায়। এরপর খেলা শুরু করা না গেলে বৃষ্টি আইনে ১৭ রানে জয়ী হয় নিউজিল্যান্ড।
এর আগে বে ওভালে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানে ওপেনার সৌম্য সরকার ফিরে যান। অধিনাযক নাজমুল হোসেন শান্ত আউট হন ১৭ রান করে দলীয় ৩১ রানে। এরপর রনি তালুকদার, আফিফ হোসেন, তাওহীদ হৃদয়, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন কেউই বড় রানের দেখা না পেলে ৮১ রানে ৭ উইকেট হারিয়ে বড় সংগ্রহের রাস্তা হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ পর্যন্ত কিউদের দারুণ বোলিংয়ে ১৯ দশমিক ২ ওভারে ১১০ রানে অলআউট হয় বাংলাদেশ। কিউই বোলার স্যান্টনার ৪টি এবং সাউদি মিলনে ও সিয়ার্স সবাই দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৯.২ ওভারে ১১০ (সৌম্য ৪, রনি ১০, শান্ত ১৭, হৃদয় ১৬, আফিফ ১৪, শামীম ৯, মেহেদি ৪, রিশাদ ১০, শরিফুল ৪, তানভির ৮, মুস্তাফিজ ৩*; সাউদি ২/২৫ , মিল্ন ২/২৩, সিয়ার্স ২/২৮, স্যান্টনার ৪/১৬)
নিউ জিল্যান্ড: ১৪.৪ ওভাএর ৯৫/৫ (অ্যালেন ৩৮, সাইফার্ট ১, মিচেল ১, ফিলিপস ১, চ্যাপম্যান ১, নিশাম ২৮*, স্যান্টনার ২০*; মেহেদি ২/১৮, শরিফুল ২/১৭)
নিউজক্রিকেট২৪/আর