নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ (০৯ মার্চ ) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে সহজ জয়ে সমতায় ফেরে টাইগাররা। এই আত্মবিশ্বাস ধরে রেখে সিরিজ জিততেই মাঠে নামবে শান্তর দল।
প্রথম ম্যাচে জয়ের আশা জাগিয়ে শেষ পর্যন্ত তিন রানে হারলেও বুধবার দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। তাই সিলেটে সিরিজ নির্ধারনী শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা
মাঠে নামার আগে বেশ সস্তিতে টাইগার ডাগ আউট। প্রথম ম্যাচে না পারলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই টাইগারদের টপ অর্ডারের ব্যাটাররা ঘুড়ে দাড়িয়েছে। লিটন, সৌম্য,তাওহীদ হৃদয়, নাজমুল শান্ত সবাই খেলছেন কার্যকরী ইনিংস। শেষ ম্যাচেও ব্যাটারদের ব্যাটে এমন পারফরম্যান্সের প্রত্যাশা থাককে টিম ম্যানজেমেন্টের
বোলারদের পারফরমেন্সও ছিলো নজরকাড়া। প্রথম ম্যাচে ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে অনেকটাই নিয়ন্ত্রিত বোলিং করেছে মুস্তাফিজ-শরিফুল-তাসকিনরা। ব্যাটিং পিচেও ১৬৫ রানে লঙ্কানদের বেঁধে ফেলেছিলেন টাইগাররা বোলাররা। সিরিজ নির্ধারণী ম্যাচেও এমন আস্থার প্রতিদান দিতেই মুখিয়ে থাকবেন টাইগার বোলাররা।
অন্যদিকে শ্রীলঙ্কাও মরিয়া হয়ে থাকবে সিরিজ জিততে। দারুন ফর্মে থাকা ম্যাথিউস, কুশল মেন্ডিসরা ম্যাচ জেতানো মতো সামর্থ রয়েছে। তাই আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে লঙ্কান শিবির। সবকিছু ছাপিয়ে সিরিজ জয়ের ট্রফি উঠবে কার হাতে- এটা বলে দেবে মাঠের পারফরম্যান্স।
নিউজক্রিকেট২৪/আরএ