নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অভিষেক ম্যাচে ভালো খেলার বহু নজীর আছে ক্রিকেট বিশ্বে। অভিষেকের স্নায়ু চাপকে জয় করেছেন অনেক ক্রিকেটারই। আবার ব্যর্থ হয়ে হারিয়ে যাওয়া এবং পরবর্তীতে সফল হওয়ার নজীরও কম নয়।
অভিষেকের চাপকে জয় করে ইতিহাস গড়ার সবচেয়ে বড় কৃতিত্ব ইংলিশ ব্যাটসম্যান টিপ ফস্টারের। ১৯০৩ সালে সিডনি টেস্টে অজিদের সাথে অভিষেকেই ফস্টার খেলেছিলেন ৩৭টি চারের সুবাদে ২৮৭ রানের ইনিংস। শেষ ব্যাটসম্যান হিসেবে নিজেই আউট হয়ে টেস্ট ইতিহাসের প্রথম ত্রিপল শতক হাতছাড়া করেন তিনি। অভিষেক ব্যাটার হিসেবেও তিন শতাধিক রানের ইনিংস থেকে বঞ্চিত হয়েছেন আনলাকি ১৩ রানের জন্য।
ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনশত রানের ইনিংস না পেলেও গৌরবময় টেস্ট ক্রিকেটের ইতিহাসে ফস্টারের ২৮৭ রানের ইনিংসটি অভিষেকের সর্বোচ্চ ইনিংস হিসেবে বিদ্যমান আছে আজও।
২০০৩ সালে চট্টগ্রামে বাংলাদেশের সাথে ২২২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন আফ্রিকান ব্যাটসম্যান জ্যাক রুডলফ। এটি অভিষেকে ২য় সর্বোচ্চ ইনিংস হিসেবে বিদ্যমান আছে।
ক্রিকেট নামক ২২ গজের যুদ্ধে লড়াইয়ে নামা ক্রিকেটারদের স্বপ্ন থাকে ভালো একটা ইনিংস বা বল হাতে সফলতা দিয়ে শুরু করার। অভিষেকের চাপ সামলাতে না পারা ক্রিকেটারদের সংখ্যা বেশি হলেও সফল হওয়া ক্রিকেটারের সংখ্যাও কম নয়।
অভিষেকে সফল হওয়াদের তালিকায় বড় নাম ফস্টার। আনলাকি ১৩ রানের জন্য যার গড়া হয়নি ২টি ইতিহাস। তবে অভিষেকে ২৫০ এর বেশি রান এবং এখনো টিকে থাকা ২৮৭ রানের ইনিংসটি রেকর্ডবুকে ১১৭ বছর ধরে রাজত্ব করছে। যার থেকে ক্রিকেট শুরু করা সকলে অনুপ্রেরণা নিতে পারবেন। অভিষেকের স্নায়ুচাপ জয় করার জন্য ফস্টারের ২৮৭ কিংবা আধুনিক ক্রিকেটে রুডলফের গড়া ২২২ রানের ইনিংসের চেয়ে ভালো উদাহরণ আর কি আছে।