নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কলকাতার ইডেনে ঐতিহাসিক দিবারাত্রি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত ক্রিকেট দল। প্রথমবারের মতো ইডেনের মাটিতে গোলাপি বলে টেস্ট খেলতে নেমেছে দু’দল৷ ম্যাচের শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বেল বাজিয়ে ঐতিহাসিক এ-ই মুহূর্তকে রঙিন করলেন ক্রিড়াপ্রাণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, বাংলার দাদা বিসিসিআইয়ের নব্য সভাপতি সৌরভ গাঙ্গুলী।
চলুন দেখে নেই দিবারাত্রি ইডেন টেস্টের কিছু প্রথম :
বেল বাজিয়েছেন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, বাংলার দাদা সৌরভ গাঙ্গুলী।
বল : এসজি’র গোলাপি বল।
দল : বাংলাদেশ বনাম ভারত।
টস : বাংলাদেশ।
ব্যাটিং : বাংলাদেশ।
টস জয়ী অধিনায়ক : মুমিনুল হক।
প্রথম বল : ইশান্ত শর্মা।
প্রথম ব্যাট : সাদমান ইসলাম।
প্রথম রান : ইমরুল কায়েস।
প্রথম বাউন্ডারি : সাদমান ইসলাম।
প্রথম উইকেট : ইশান্ত শর্মা।
দু’দলের একাদশ :
বাংলাদেশ একাদশঃ সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, নাঈম হাসান, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।
ভারত একাদশঃ রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ শামি।