ইডেন টেস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন মাশরাফি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের শেষ টেস্ট নিয়ে আয়োজনের কমতি নেই। এপাড়-ওপাড় বাংলার মানুষ উৎসবে মেতে উঠবে একইসাথে। এই উৎসবে হাওয়া লাগাতে কলকাতায় উপস্থিত থাকবেন মাশরাফি বিন মুর্তজা।

আগামী ২২ নভেম্বর কলকাতায় দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইডেন টেস্ট দিয়ে গোলাপি বলের যাত্রা শুরু হচ্ছে দু,দলের। এছাড়া অভিষেক হচ্ছে দিবারাত্রির টেস্ট।

ঐতিহাসিক ইডেন টেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ইডেন গার্ডেনসের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে এই টেস্টের উদ্বোধন করবেন দুজনে।

এদিকে ঐতিহাসিক ইডেন টেস্টের উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হতে প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হবেন মাশরাফি বিন মুর্তজা। আগামী ২১ নভেম্বর কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাশরাফি বিন মুর্তজা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »