নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারতের সাথে তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দু ম্যাচ টেস্ট সিরিজ খেলার জন্য ভারতে অবস্হান করছেন। তবে দু টেস্টের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে দিবারাত্রির টেস্ট।ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে। তবে এ টেস্টকে স্মরণীয় করে রাখতে পরিকল্পনা সাজাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ম্যাচটি দেখার জন্য বড় বড় ক্রীড়া তারকাদের আমন্ত্রণ জানাচ্ছে বিসিসিআই।
বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীকে ইতিমধ্যে আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এখন শুনা যাচ্ছে সে টেস্ট ম্যাচে উপস্থিত থাকবেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তাকে ছাড়াও আরো দু কিংবদন্তি উপস্থিত থাকবেন ইডেন গার্ডেন্সে। তারা হলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ও বিশ্বখ্যাত ভারতীয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। সানিয়া মির্জা’র আরো একটি বড় পরিচয় হলো পাকিস্তানী ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপস্থিত থাকার কথা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে নিশ্চিত করেছেন ঐতিহাসিক এই টেস্ট মাঠে বসে দেখতে উপস্থিত হবেন তিনি।শুধু উপস্থিতই থাকবেন না, ইডেনের ঐতিহ্য ঘণ্টা বাজিয়ে শুরু হয় ম্যাচ, সেই ঘণ্টায় এবার বাড়ি পড়বে তার হাত দিয়ে। দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ঘন্টা বাজাতে যাচ্ছেন তিনি। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশিদের মধ্যে প্রথম ইডেনে ঘণ্টা বাজিয়ে ছিলেন সাকিব আল হাসান।