নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান বিশ্ব ক্রিকেটে দারুণ অবস্থানে আছে ভারত ক্রিকেট দল। দুর্দান্ত বোলিং আর ব্যাটিং লাইনআপে যেকোন দলকেই তারা পরাস্ত করে৷ ম্যাচের মুহুর্তগুলো যেন রণক্ষেত্রে পরিণত হয়।
ভারতের ব্যাটিং লাইনআপের সাফল্যের অন্যতম কারণ ভারতের ওপেনিং জুটির মজবুত ভিত্তি স্থাপন আর বোঝাপড়া। যার শুরুটা হয় রোহিত শর্মাকে দিয়ে।
রোহিত বর্তমানে ভারত দলের অন্যতম একটি নাম। ম্যাচে সেট হয়ে গেলে প্রতিপক্ষকে চাপে ফেলতে যে একাই যথেষ্ট। আর সেই নির্ভরযোগ্য ওপনার যখন ইন্জুরিতে হাজার ব্যাকাপ থাকলেও দলের দুশ্চিন্তা থাকেই।
গত মঙ্গলবার (১৯শে নভেম্বর) স্লিপে ক্যাচ অনুশীলন করতে গিয়ে হাতে চোট পেয়েছেন এই ওপেনার। ব্যাথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন। এখনও পর্যন্ত কোন আপডেট পাওয়া যায়নি।
এদিকে আগামী ২২শে নভেম্বর শুরু হতে যাচ্ছে গোলাপি বলের দিবারাত্রি টেস্ট। ঐতিহাসিক এই টেস্টে মহা দ্বৈরথ দেখতে যেখানে সবাই মুখিয়ে আছে, সেখানে রোহিতের মতো ওপেনারের অনুপস্থিতি যেন দলের কাছে একটু বেশিই বিষাদময়। এদিকে রোহিত না থাকলে ভাগ্য খুলতে পারে তরুণ ওপেনার শুভমান গিলের।
দু’দলের সমর্থকদেরো প্রত্যাশা থাকবে মহা দ্বৈরথে এই ওপেনার ও থাকুক। সম্প্রতি টাইগার শোয়েবকে মাঠে ডুকার ব্যাবস্থা করে দিয়ে জয় করেছেন বাংলাদেশ সমর্থকদের মন। সবাই চাইবে এই মহারণে রোহিতও সুস্থবেশে অংশ নিবেন।