ইডেনেও বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত সবুজ পিচ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সিরিজের প্রথম টেস্ট অর্থাৎ ইন্দোর টেস্টে লজ্জাজনক এক হার। টাইগাররা হেরেছে ইনিংস ব্যবধানে। ৫ দিনের ম্যাচ টাইগারদের যাচ্ছেতাই পারফরম্যান্সে ৩ দিনও মাঠে গড়ায় নি। ব্যাটিং থেকে শুরু করে বোলিং সবই যেনো ব্যর্থতার বৃত্তে আটকা পড়েছিলো। টাইগারদের এমন লজ্জাজনক হারের বিভিন্ন কারণ হতে পারে। এর মধ্যে অন্যতম কারণ হলো, ইন্দোরের সবুজ পিচ। ইন্দোরের সবুজ পিচ বেশ ভুগিয়েছিলো টাইগারদের।

ইন্দোর থেকে কলকাতা, বদল হয় নি সবুজ পিচের। সবুজ পিচের ধারাবাহিকতা বজায় থাকবে ইডেনেও। একটা প্রবাদ আছে, ‘যেখানে বাঘের ভয়; সেখানেই রাত হয়।’ সবুজ পিচে বাংলাদেশের খেলতে বরাবরই সমস্যা পোহাতে হয়। ইন্দোর টেস্টে এমন পারফরম্যান্স তারই প্রমাণ। ফলে ইডেনের ঐতিহাসিক টেস্টেও যে বাংলাদেশকে দিতে হবে অগ্নিপরীক্ষা, তা বলাই যায়।

কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহাসিক এই টেস্টের ২২ গজ কেমন হতে পারে, এ নিয়ে সেখানকার কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সাথে কথা বললে তিনি জানান, ‘গোলাপি বলে খেলা হলে, পিচে ঘাস থাকলে ভালো হয়। ঘাস না থাকলে গোলাপি বলের পালিশ উঠে যায়। যাতে করে ব্যাটসম্যানদের জন্য খেলতে অসুবিধা হতে পারে।’

কিউরেটরের কথা শুনে বুঝাই যাচ্ছে ইডেনের পিচ হতে যাচ্ছে সবুজ। যা বাংলাদেশের জন্য বিপদসংকেতই বলা চলে। কেননা সবুজ পিচে খেলতে অভ্যস্ত নয় বাংলাদেশ। আর তাই বাংলাদেশ দলকে আগেভাগেই প্রস্তুত হওয়া উচিত।

উল্লেখ্য, চলতি মাসের ২২ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট। উভয় দলই প্রথমবারের মতো গোলাপি বল খেলার জন্য সাদা পোশাকে মাঠে নামবে। যার ফলে দুই দলই এই ম্যাচটি নিয়ে বেশ রোমাঞ্চিত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »