নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ড বিশ্বকাপের পর দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে মাশরাফি। আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) দিয়ে মাঠে ফেরার কথা ওয়ানডের এই অধিনায়কের। তবে হঠাৎ করে ইঞ্জুরিতে পড়ায় ঝুঁকি নিয়ে খেলতে হবে আসন্ন বিপিএল।
বিপিএলে দিয়ে মাঠে ফেরার সপ্তাহখানেক আগে চোটে পড়েন মাশরাফি। জিম সেশনে চোট পান কোমড়ে। যে কারণে বিপিএলের আসন্ন আসর ঝুঁকি নিয়ে খেলতে হবে মাশরাফিকে।
চোট দ্রুত কাটিয়ে উঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী। চোট দ্রুত কাটিয়ে উঠার চেস্টা চালিয়ে যাচ্ছেন মাশরাফি। কিন্তু ব্যস্ততার ফলে বিশ্রামে থাকতে পারছেন না ওয়ানডে এই অধিনায়ক।
এই প্রসঙ্গে দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা আশা করছি ওর ঠিক হয়ে যাওয়া উচিত। যে সময় সে আঘাত পেয়েছে, আর সেরে ওঠার জন্য যতটুক সময় পেয়েছে তাতে আশা করা যায় সে ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে ওর বড় ভূমিকা রাখবে ওর পুনর্বাসন প্রক্রিয়াটা। যত বেশি সময় দিতে পারবে তত বেশি ওর জন্য সহজ হবে ফিরে আসা।’
তিনি আরো বলেন , ‘মাশরাফি মোটামুটি চেষ্টা করছে নিজের রিহ্যাব প্রোগ্রামটা চালিয়ে নেয়ার জন্য। আজকেও সে ফিজিও থেরাপি এবং জিম সেশন করেছ। তবে আমরা যেভাবে চাচ্ছি তাকে সময় দিতে রিহ্যাবের জন্য সেভাবে সে সময় দিতে পারছে না। ওর ব্যথা কমে আসছে আগে থেকে কিন্তু পুরোপুরি সেরে গেছে এটা বলা যাবে না। ও যদি ব্যস্ততার বাইরে আরেকটু সময় দিতে পারত তাহলে আরেকটু তাড়াতাড়ি সেরে উঠতো।’