নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি লিজেন্ড লীগের কোয়ালিফায়ার ম্যাচ ঘটে গেছে অপ্রত্যাশিত এক ঘটনা।কোয়ালিফায়ার ম্যাচে ইন্ডিয়া ক্যাপিটালসের পেসার মিথেল জনসন ও ভিলওয়ারা কিংসের অলরাউন্ডার ইউসুফ পাঠানের মধ্যে বাকবিতন্ডা থেকে একপর্যায়ে ঘটনা হাতাহাতি রূপ নেয়।
মাঠেই দু’জনকে দেখা যায় নিজেদের মধ্যে বাকবিতন্ডায় জড়াতে।বাকবিতন্ডা থেকে ধীরে ধীরে দু’জন শরীরে ভাষায় ভয়ঙ্কর কিছুরই আভাস দিচ্ছিল। তুমুলঝগড়ার একপর্যায়ে দেখা যায় সাবেক অজি পেসার মিথেল জনসন ধাক্কা মেরে বসেন ইউসুফকে। ইউসুফও চড়াও হতে গেলে সতীর্থরা এসে থামায় তাকে।
অপ্রত্যাশিত এই ঘটনার জন্য ম্যাচ শেষে জনসনকে ম্যাচ ফির ৫০% শতাংশ জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। পরবর্তীতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে চুড়ান্ত সতর্ক বার্তা দেওয়া হয় তাকে।
এছাড়া এক বিবৃতিতে লিজেন্ড লিগের প্রধান নির্বাহী রমন রাহেজা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করার পাশাপাশি,ভবিষ্যতে এমন অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না হওয়ায় আশ্বাস দেন।
এই বিষয়ে রমন রাহেজা বলেছেন, ‘আমরা এখানে এই লিগের মাধ্যমে গুরুত্বপূর্ণ এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটকে প্রচার করতে এসেছি। গতকাল মাঠে যা হয়েছে, সেটা হওয়া উচিত হয়নি।’