https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল হিসেবেই অংশ নিয়েছে ভারত। শক্তিশালী দলটির টপ অর্ডারে ব্যাটিং শক্তির জায়গায় রয়েছেন রোহিত শর্মা , শিখর ধাওয়ান এবং অধিনায়ক বিরাট কোহলি। তবে সেখানে কিছুটা ভাটা পড়েছে শিখর ধাওয়ান ইনজুরিতে পড়ায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নাথান কল্টার নেইলের বলে বাঁ হাতের আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন ধাওয়ান। ইনজুরি গুরুতর হওয়ায় ফিল্ডিং করতে দেখা যায়নি।
ধাওয়ানের হাতে স্ক্যান করার পর জানা যায় কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ধাওয়ানকে। এটা তো প্রাথমিক রিপোর্টের ফল। সম্পূর্ণ পরীক্ষানিরীক্ষা করার পর ধাওয়ানের বিশ্রাম নেয়ার আয়তন হয়তো বাড়তে পারে।
এদিকে ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার পর থেকেই আলোচনায় ছিল আইপিএলে দুর্দান্ত খেলা রিশাব পান্ত। ধাওয়ানের ইনজুরিতে কপাল খুলেছে পান্তের। শিখর ধাওয়ানের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার পর যদি ধাওয়ান না খেলতে পারে তাহলে দলে নিয়মিতই খেলবেন পান্ত।
টিম ইন্ডিয়ার হয়ে রিশাব পান্তকে দেখা যেতে পারে চার নম্বর পজিশনে। ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গী হতে পারেন লোকেশ রাহুল।