নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপের পূর্বে প্রস্তুতির জন্য আয়োজিত দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোর অধিকাংশই ভেস্তে যাচ্ছে বৃষ্টিতে।
গতকাল বাংলাদেশ বনাম আমেরিকার মধ্যকার ম্যাচের ভেন্যু ডালাসে ভারী ভর্ষণের কারনে ম্যাচ শুরুর ১.৩০ মিনিট আগেই ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
রাত ১১.৩০ মিনিটে ইংল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি২০ ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারনে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে সিরিজের ৪র্থ ও শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে। ইতিমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড।
আগামী ৩০ মে ওভালে ৪র্থ ও শেষ ম্যাচ মাঠে গড়াবে। সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে পাকিস্তানকে। অপরদিকে ইংল্যান্ড জয় পেলেই ২-০ ব্যবধানে সিরিজ জেতার সুখস্মৃতি নিয়ে বিশ্বকাপে যাবে।