নিউজ ডেস্ক »
চার বছর অন্তর অন্তর একটি বিশ্বকাপ। ভক্তদের চার বছরের জমে থাকা ভালোবাসা, ভালো লাগা, আবেগ সবই প্রকাশ পায় বিশ্বকাপে। প্রিয় দলকে সমর্থন জানাতে কেউ কেউ ছুটে যান সাত সাগর তের নদীর ওপারে। পতাকা হাতে ছুটে বেড়ান এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
এখন পর্যন্ত ১২টি ওয়ানডে বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হয়েছে। ক্যারিবীয় কিংবদন্তি ক্লাইভ লয়েড থেকে শুরু হয়ে সর্বশেষ গ্রেট ব্রিটেনের দলপতি ইয়ন মরগানের হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি। তবে বিশ্বকাপ কি কেবল একটা ট্রফিই? না, একদমই না। ট্রফি ছাড়াও এই ১২ বিশ্বকাপের আসরে কত দুর্দান্ত মুহূর্তের সাক্ষী হয়েছেন ক্রীড়াপ্রেমীরা।যদি বলা হয় এখন পর্যন্ত হয়ে যাওয়া সকল বিশ্বকাপের মধ্যে সেরা মুহূর্ত কোনটা? বিশ্বকাপের সেরা মুহূর্ত বাছাই করা সহজ হবে না মোটেও।
কোনটা রেখে কোনটা বলবেন? ২০১১ বিশ্বকাপে ভারতের জয়ের মুহূর্ত নাকি বাংলাদেশের ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড বধের মুহূর্ত? ১৯৮৩ ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনালে ভারতীয় অধিনায়ক কপিল দেবের সেই ক্যাচের মুহূর্ত বাদ দিবেন কিভাবে?
বিশ্বকাপের সেরা মুহূর্ত নির্বাচন করতে আইসিসি একটি উপায় খুঁজে নিলো। বিশ্বকাপের মোট ৬৪টি মুহূর্ত নিয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পেজ থেকে একটি ভোটিং শুরু করে তারা। ৬৪টি মুহূর্তের মধ্যে শেষ পর্যন্ত ভোটিংয়ের ফাইনালে ওঠে ২টি মুহূর্ত।
ফাইনালে ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের মুহূর্তের সাথে জায়গা করে নেয় ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের ইংল্যান্ড বধের মুহূর্ত। জমজমাট ফাইনালের ভোটিংয়ে শেষ পর্যন্ত ভারতকে হটিয়ে সেরা নির্বাচিত হয়েছে বাংলাদেশের ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড বধের সেই মুহূর্তটাই। ফাইনালের ভোটিংয়ে ৫১ শতাংশ ভোট পেয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ, আর ভারত পেয়েছে ৪৯ শতাংশ ভোট।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের কোয়াটার ফাইনালে জায়গা করে নেয় মাশরাফি মর্তুজার বাংলাদেশ।
নিউজক্রিকেট/দুর্জয়