ইংল্যান্ড-নিউজিল্যান্ড ‘হেড টু হেড’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে আজ পর্দা নামছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসরের। এবারের বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে ক্রিকেট বিশ্ব।

হোম অব ক্রিকেট লন্ডনের দ্য লর্ডসে ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙ্গা টিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস-১ ও ২।

রোড টু ফাইনালে সেমিফাইনালে শক্তিশালী ভারতকে ১৮ রানের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড আর বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে আসে ইংলিশরা।

এদিকে এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে দু’দলের দেখায় কিউইদের ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়েছিল ইংলিশরা। কিন্তু বিশ্বকাপ কিংবা ওয়ানডে ম্যাচে ব্ল্যাক ক্যাপসরা ইংল্যান্ডের চেয়ে পরিসংখ্যানে এগিয়ে রয়েছে। চলুন দেখে নেই ইংল্যান্ড-নিউজিল্যান্ড দলের ‘হেড টু হেড’ পরিসংখ্যান;

বিশ্বকাপে হেড টু হেড পরিসংখ্যান:
ম্যাচ: ৯টি;
নিউজিল্যান্ড জয়ী: ৫টি;
ইংল্যান্ড জয়ী: ৪টি;
পরিত্যক্ত: নাই।

ওয়ানডেতে মুখোমুখি লড়াই:
ম্যাচ: ৮৪টি;
নিউজিল্যান্ড জয়ী: ৪১টি;
ইংল্যান্ড জয়ী: ৩৭টি;
ড্র: ২টি;
পরিত্যক্ত: ৪টি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »