ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জোফরা আর্চার

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

গতকাল (২০ মে) পাকিস্তান দলের বিশ্বকাপ স্কোয়াডে তিন পরিবর্তনের পর একই পথে হেঁটেছে ইংল্যান্ডও। ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড আগেই ঘোষণা করলেও এবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে আগের ১৫ জন থেক বাদ পড়েছেন তিন ক্রিকেটার, সাথে জায়গা পুরণ করতে অন্তর্ভূক্তি ঘটেছে নতুন তিন ক্রিকেটারের। আনুষ্ঠানিক এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

প্রতিটি দলকে আইসিসির পক্ষ থেকে সময় বেধে দেয়া ২৩ মে পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন আনার। তাই ফর্ম বিবেচনা করে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার জো ডেনলি, পেসার ডেভিড উইলি এবং অ্যালেক্স হেলস।

এই তিন ক্রিকেটারের বদলে স্কোয়াডে নতুন করে অন্তর্ভূক্তি ঘটেছে আলোচিত পেসার জোফরা আর্চার, লিয়ান ডসন এবং জেমস ভিন্স।

এক নজরে ইংল্যান্ডের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড

ইয়ান মরগান (অধিনায়ক), জলি বেয়ারস্টো, জস বাটলার, মঈন আলি, জেমস ভিন্স, টম কারান, লিয়াম প্লাংকেট, লিয়াম ডসন, জো রুট, আদিল রশিদ, জেসন রয়, জোফরা আর্চার, বেন স্টোকস, মার্ক উড, ক্রিস ওকস। 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »