নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন ম্যাচ সিরিজের ৩য় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলংকা। ইংল্যান্ডের দেয়া ২১৯ রানের লক্ষ্যে ওপেনার নিশাকার মাত্র ১২৪ বলে ১২৭ রানের ইনিংসে চড়ে ২ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে বড় জয় তুলে নিয়েছে সফরকারীরা।
প্রথমে ব্যাট করতে নেমে ওলি পোপের ১৫৪ ও ডাকেটের ৮৬ রানের সুবাদে ৩২৫ রান করে ইংল্যান্ড। শ্রীলংকার হয়ে রাত্মায়েকে ৩, কুমারা, আসিথা ফার্নান্দো ও বিশ্ব ফার্নান্দো ২টি করে উইকেট শিকার করেন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিশাকার ৬৪, ডি সিলভার ৬৯ ও কামিন্দু মেন্ডিসের ৬৪ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ২৬৩ রান করে শ্রীলংকা। ৩টি করে উইকেট শিকার করেন জস হল ও অলি স্টোন।
৬৩ রানের লিড পেয়েও ২য় ইনিংসে লংকান বোলারদের তোপে পড়ে মাত্র ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। সর্বোচ্চ ৬৭ রান করেন জেমি স্মিথ। ওপেনার লওরেন্স ৩৫ রান করেন। শ্রীলংকার হয়ে কুমারা ৪, বিশ্ব ফার্নান্দো ৩ ও আসিথা ফার্নান্দো ২ উইকেট শিকার করেন।
জয়ের জন্য ২১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল ৩য় দিন শেষে ১ উইকেট হারিয়ে মাত্র ১৫ ওভারে ৯৪ রান নিয়ে আজ ৪র্থ দিনে ব্যাট করতে নেমে নিশাকার অপরাজিত ১২৪ বলে ১২৭, মেন্ডিসের ৩৭ বলে ৩৯ ও ম্যাথুজের অপরাজিত ৬১ বলে ৩২ রানের সুবাদে ২ উইকেট হারিয়ে ৪০.৩ ওভারে ২১৯ রান সংগ্রহ করে ৮ উইকেটের জয় তুলে নেয় শ্রীলংকা।
প্রথম ইনিংসে ৬৪ ও ২য় ইনিংসে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন লংকান ওপেনার পাথুম নিশাকা। ৩৭৫ রান ও ১ উইকেট শিকার করে সিরিজ সেরা হয়েছেন জো রুট।