ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেও অনিশ্চিত শামি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে অ্যাডিলেডে ৮ উইকেটে হেরেছিল ভারত। ম্যাচ হারের পর দুঃসংবাদ পায় ভারত ইনজুরির কারণে শেষ তিন টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন পেসার মোহাম্মদ শামি। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। কারণ ইনজুরি থেকে সেরে ওঠতে প্রায় ছয় সপ্তাহ লাগবে তাঁর।

আগামী বছরের ফেব্রয়ারি থেকে চেন্নাইয়ে মাঠে গড়াবে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার চার ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। ছয় সপ্তাহ পর ইনজুরি কাটিয়ে ওঠলেও শামির পক্ষে প্রথম টেস্ট খেলা সম্ভব হবে না বলে জানিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একটি সূত্র।

বোর্ডের ওই সূত্র জানিয়েছেন,’‘বিশ্রাম এবং পূনর্বাসন মিলিয়ে ছয় সপ্তাহ সময় লাগবে। এখন ওর (শামি) হাতে প্লাস্টার করা রয়েছে। প্লাস্টার কাটার পর বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে শামির পূনর্বাসন শুরু হবে।’’

সবকিছু ঠিক থাকলে আজ বুধবার (২৩ ডিসেম্বর) দেশে ফেরার কথা রয়েছে ভারতীয় এই পেসারের। দেশে ফেরার অল্প কিছুদিন পরই শুরু হবে তাঁর পূনর্বাসন প্রক্রিয়া। কারণ দেশে ফিরে তাকে বেশ কিছুদিন কোয়ারেন্টাইনে থাকত হবে। কোয়ারেন্টাইন শেষে বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন তিনি।

এর আগে অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনে অজি পেসার প্যাট কামিন্সের বাউন্সারে ডান হাতের বাহুতে চোট পেয়েছিলেন শামি। বাহুতে আঘাত পাওয়ার পর ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল এই ভারতীয় পেসারকে। স্ক্যান করানো হলে রিপোর্ট দেখে বলা হয় শামির হাড়ে চিড় ধরা পড়েছে। এর ফলে বাকি তিন টেস্টে খেলা হচ্ছে না তাঁর। আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »