ইংল্যান্ডের টেস্ট ও টি-টোয়েন্টির দলে সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসছে নভেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ইংল্যান্ড। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে টেস্ট ও টি-টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। সদ্য শেষ হওয়া অ্যাশেজের পর দল থেকে জায়গা হারিয়েছেন বেশ কয়েকজন সাথে আসছে সিরিজে থাকছে কয়েকজন নতুন মুখ।

সদ্য শেষ হওয়া অ্যাশেজের স্কোয়াড থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো, জেসন রয় ও ক্রেইগ এভারটন। নিয়মিত উইকেটরক্ষক জনি বেয়ারস্টো না থাকায় উইকেটের পিছনটা সামলাবেন জস বাটলাম। স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার সাকিব মাহমুদ, লেগস্পিনার ম্যাথু পার্কিনসন,ব্যাটসম্যান ডমিনিক সিবলি ও জেক ক্রোলি। ডমিনিক সিবলি খেলেন ওয়ারউইকশায়ারের হয়ে, জেক ক্রোলি খেলেন কেন্টের হয়ে আর সাকিব ও পার্কিনসন খেলেন ল্যাঙ্কাশায়ারের হয়ে।

নভেম্বরের ১ তারিখ থেকে শুরু হবে ৫ ম্যাচের টি-২০ সিরিজ আর তারপর শুরু হবে ২ ম্যাচের টেস্ট সিরিজ।

টেস্ট স্কোয়াড: জো রুট ( অধি:), জস বাটলার,বেন স্টোকস,ররি বার্নস,জো ডেনলি,ডমিনিক সিবলি,স্টুয়ার্ট ব্রড,জোফরা আর্চার,জেক ক্রোলি, স্যাম কুরান,জ্যাক লিচ,সাকিব মাহমুদ,ম্যাথু পার্কিনসন,ওলি পোপ, ক্রিস ওকস।

টি-২০ স্কোয়াড: এইউন মরগান ( অধি:) , জনি বেয়ারস্টো, ডেভিড মালান,স্যাম বিলিংস,জো ডেনলি, প্যাট ব্রোন, স্যাম কুরান,জেমস ভিন্স,টম কুরান,ক্রিজ জর্ডান,টম ব্যানটন,লুইস গ্রেগরি, ম্যাথু পার্কিনসন,সাকিব মাহমুদ, আদিল রশিদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »