https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
১৪ জুলাই আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের পর্দা নামে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ফাইনাল ম্যাচ দিয়ে। ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটের ইতিহাসে তো বটেই যেকোনো ম্যাচের ক্ষেত্রেই এই ম্যাচটি যে ছিল সবচেয়ে বেশি নাটকীয়তায় পরিপূর্ণ সেটা আর বলার অপেক্ষা রাখে না।
উত্তেজনা ছড়ানো ম্যাচে ইংল্যান্ডের শেষ ওভারে প্রয়োজন হয় ১৫ রানের। স্টোকস দৌড়ে ২ রান নেয়ার সময় গাপটিলের করা থ্রো ব্যাটে লাগে স্টকসের। ফলে ওই বলটি বাউন্ডারি লাইনের বাইরে গেলে যোগ হয় বাড়তি ৪ রান। এই রানই যে ইংল্যান্ডকে বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছে সেটাতে নেই কোনো সন্দেহ। কিন্তু অভিজ্ঞ আম্পায়ার সাইমন টাফেলের দাবি আম্পায়াররা এক রান বেশি দিয়েছে ইংল্যান্ডকে!
তার মতে স্টোকস যখন দৌড়ে দুই রান নিতে চেয়েছিল তখন দুই রান পূর্ণ হবার আগেই স্টোকসের ব্যাটে লাগে বল ফলে অতিরিক্ত চার রানের সাথে যুক্ত হবার কথা ছিল ১ রান! যদি সেখানে এক রান হতো তাহলে সুপার ওভারের আগেই ম্যাচ জিতে নিত নিউজিল্যান্ড!
টাফেল বলেন, ‘ইংল্যান্ডের স্কোরে ৫ রান যোগ হওয়ার কথা ছিল ৬ রান না। এটা স্পষ্ট ভুল। আম্পায়াররা ভুল সিদ্ধান্ত দিয়েছিল।’