https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের বাকি আর মাত্র একটি ম্যাচ। ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের পাশাপাশি আরও একটি বিশেষ বিশ্বকাপ আয়োজন করেছে আইসিসি। যেখানে অংশ নিয়েছে দশ দেশের সংসদ সদস্যরা।
আন্তঃসংসদীয় বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের সংসদ সদস্য দল। সেমি ফাইনালের এই ম্যাচে ইংল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছে বড় ব্যবধানে।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে তোলে ১৮৩ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন সিহান। ৪৭ বলে ৭৪ রান আসে তার ব্যাট থেকে। জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে থামে ১৪৩ রানে।
এই জয়ে আন্তঃসংসদীয় বিশ্বকাপে বাংলাদেশ উঠে গেল ফাইনালে। ফাইনালে বাংলাদেশের সামনে এখন বাঁধা কেবল পাকিস্তান। পাকিস্তানকে গ্রুপ পর্বে হারিয়ে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ।