ইংল্যান্ডকে হারিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে শ্রীলঙ্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলমান আইসিসি বিশ্বকাপের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে েএশিয়ার পরাশক্তি দল শ্রীলঙ্কা। শুক্রবার হেডিংলিতে চলতি বিশ্বকাপের ২৭তম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে দিমুথ করুনারত্নের দল।

টস জিতে ব্যাটিংয়ে নেমে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩২ রান তোলে লঙ্কানরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৭ ওভারে সব উইকেট হারিয়ে ২১২ রানে ইংলিশদের ইনিংস। ফলে ২০ রানের কাঙ্খিত জয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে চন্দিকা হাথুরুসিংহের শিষ্যরা।

এদিকে বিশ্বকাপের ২৭তম ম্যাচ শেষে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আসরে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত অপরাজিত থাকা গতবারের ফাইনালিষ্ট নিউজিল্যান্ড রয়েছে তালিকার দুইয়ে।

গতকাল অপেক্ষাকৃত দুর্বল দলের সাথে হারলেও ৬ ম্যাচে তুলে নিয়েছে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনেই ইয়ন মরগানের ইংল্যান্ড। আসরের হট ফেবারিট ভারতের সংগ্রহ ৪ ম্যাচে ৭ পয়েন্ট। আর শ্রীলঙ্কা ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে।

সমান সংখ্যক ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে বাংলাদেশ। সাতে থাকা ওয়েস্ট ইন্ডিজের ৫ ম্যাচে সংগ্রহ ৩ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আটে। পাকিস্তান ৫ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নয়ে আর ৫ ম্যাচের ৫টিতেই হারা আফগানিস্তান তলানিতে অবস্থান করছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »