ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে টিকে থাকল নিউজিল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বার্মিংহামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধান কমিয়েছে নিউজিল্যান্ড। ইংলিশদের ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে কিউইরা।

এজবাস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে ফিন অ্যালেন ও গ্লেন ফিলিপসের ঝড়ো গতির ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। অ্যালেন ৫৩ বলে ৮৩ ও পিলিপস ৩৪ বলে ৬৯ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি ইংল্যান্ড। ১৮ দশমিক ৩ ওভারে ১২৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জশ বাটলার সর্বোচ্চ ২১ বলে ৪০ রান করেন। ইংলিশ বোলার কাইল জিমিসন  ও ইশ সোদি ৩টি করে এবং টিম সাউদি ২টি উইকেট নেন।

 

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »