নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
রাঁচি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে ভারত। ফলে পাঁচ ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিকরা ।
১৯২ রানের টার্গেটে খেলতে নেমে আগের দিনের বিনা উইকেটে ৪০ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিং শুরু করে ভারত। এরপর দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। তবে গিল ও ধ্রুব জুরেলের ৭২ রানের জুটিতে ভর করে ৫ উইকেটে জয় তুলে নেয় ভারত। গিল অপরাজিত ৫২ এবং জুরেল ৩৯ রান করেন। ইংল্যান্ডের শোয়েব বশির তুলে নেন ৩ উইকেট।
এর আগে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৫৩ এবং দ্বিতীয় ইনিংসে ১৪৫ রানে অলআউট হয়। আর ভারত তাদের প্রথম ইনিংসে করে ৩০৭ রান।
নিউজক্রিকেট২৪/আরএ