সাজিদা জেসমিন »
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শুরুটা নিয়ে, প্রথম দিকে দর্শকমহলে নানা জল্পনা-কল্পনা থাকলেও বেশ দারুণভাবেই আসর শুরু করেছে চট্টগ্রাম। জয়ের ধারা অব্যাহত রেখে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে দলটি। এবার দলে ভিড়াতে যাচ্ছেন ইংলিশ পেশার লিয়াম প্ল্যাঙ্কেটকে।
প্রথম পর্বের পর ইংলিশ এই পেসারকে দলে টেনেছে চট্টগ্রাম। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ অফিশিয়াল ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে দারুণ ফর্মে থাকা চট্টগ্রাম বিবিপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। পাঁচ ম্যাচের চারটিতে জয় পেয়েছে চট্টগ্রাম। ঘরের মাঠে কুমিল্লা ও রংপুরের সাথে লড়াইয়ের পর ঢাকায় মুখোমুখি হবে ঢাকা প্লাটুনের।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস,নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, নাসির হোসেন, রুবেল হোসেন, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, মেহেদী হাসান রানা,কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), আভিষ্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), লিয়াম প্লাঙ্কেট (ইংল্যান্ড), মুসা খান (পাকিস্তান), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), ও লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ)।