ইংলিশদের বিপক্ষে রান পাহাড়ে পাকিস্তান

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ড। টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৮ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ডের বিপক্ষে।

প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানকে শুভ সূচনা এনে দেন দুই ওপেনা ইমাম উল হক ও ফখর জামান। ৮৪ রানের ওপেনিং জুটি ভাঙে ৩৬ রানে মঈন আলির বলে ফখর জামান ফিরে গেলে। কিছুক্ষণ পর ফিফটি থেকে ৬ রান দূরে থেকে প্যাভিলিয়নের পথ ধরেন ইমামও। দুর্দান্ত ফর্মে থাকা বাবর আজমের ব্যাট থেকে আসে ৬৬ বলে ৬৩ রানের ঝলমলে ইনিংস। রান পাহাড় গড়ার ক্ষেত্রে অবশ্য সবচেয়ে বেশি অবদান রাখেন মোহাম্মদ হাফিজ। অভিজ্ঞ এই ক্রিকেটার ব্যাট হাতে ৬২ বলের মোকাবেলায় খেলেন ৮৪ রানের বিধ্বংসী ইনিংস। শেষের দিকে অধিনায়ক সরফরাজের কাছ থেকে আসে ৫৫ রানের ইনিংস। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে পাকিস্তান স্কোরবোর্ডে জমা করে ৩৪৮ রানের পাহাড়।

বল হাতে ক্রিস ওকস ৩টি, মঈন আলি ৩টি এবং মার্ক উড নেন ২টি করে উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »