নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অসাধারন এক অ্যাশেজ উপভোগ করলো বিশ্ব। টেস্ট ক্রিকেটের আসল ধাঁধাটি সবাই কম বেশী বুঝতে পেরেছেন। এর আগেই সিরিজের ৪ ম্যাচে ২-১ এ এগিয়ে ছিলেন অস্ট্রেলিয়া। এই ম্যাচটি ছিলো ইংলিশদের অ্যাশেজে ভাগ বসানোর লড়াই। আর অস্ট্রেলিয়ার কাছে ম্যাচটি ছিলো অ্যাশেজকে নিজের করে নেওয়ার৷ আর সেটাতে পুরোপুরি সফল ইংল্যান্ড।
প্রথম ইনিংসে জো রুটের ৫৭ রানের সাবধানি ইনিংস এবং জস বাটলারের ৯৮ বলে ৭০ রানের দূর্দান্ত ইনিংসে ভর করে ২৯৪ রান তোলে ইংল্যান্ড৷
জবাবে ব্যাটিং করতে নেমে যথারীতি ব্যার্থ অজি ওপেনাররা। ১৪ রানেই দুই ওপেনার বিদায়ের পর ত্রাতা হয়ে আসে স্মিথ। দলীয় সর্বোচ্চ ৮০ রান করেন স্টিভেন স্মিথ। স্মিথের ৮০ রানের উপর ভর করে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করের ২২৫ রান।
৬৯ রানে এগিয়ে থেকে ২য় ইনিংস শুরু করেন ইংলিশরা। ওপেনার জো ডেনলীর ৯৪ রান এবং বেন স্টোকসের ৬৭ রানের উপর ভর করে ৩৯৮ রানের বিশাল লীড নেয় ইংল্যান্ড।
জবাবে ৩৯৯ রানের টার্গেটে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া । এবারও যথারীতি ব্যার্থ অস্ট্রেলিয়ার টপ অর্ডার। আজ ব্যার্থ অজি দেয়াল স্মিথও। মেথু ওয়েড ১১৭ রানের ইনিংস খেললেও তাকে সহযোগীতা করাতে পারেনি৷ ওয়েডের ইনিংস ব্যাতিত কেউ ৩০ এর ঘর পেরুতে পারেনি। অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় ২৬৩ রানে।
ইংল্যান্ড জয় পায় ১৩৫ রানের বিশাল ব্যাবধানে।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ডঃ-
প্রথম ইনিংসঃ ২৯৪/১০(৮৭.১)
জস বাটলার ৭০(৯৮), জো রুট ৫৭ (১৪১)
মিচেল মার্শ ১৮.২ – ৪ – ৪৬ – ৫, প্যাট কমিন্স ২৫.৫ – ৬ – ৮৪ – ৩ ।
দ্বিতীয় ইনিংসঃ ৩৩৯/১০ (৯৫.৩)
জো ডেনলী ৯৪(২০৬), বেন স্টোকস ৬৭(১১৫)
নাথান লায়ন ২৪.৩ – ৫ – ৬৯ – ৪, মিচেল মার্শ ১১-১-৪০-২
অস্ট্রেলিয়াঃ-
প্রথম ইনিংসঃ ২২৫/১০ (৬৮.৫)
স্টিভেন স্মিথ ৮০(১৪৫), লাবুস্চাঙ্গি ৪০(৮৪)
জোফরা আর্চার ২৩.৫-৯-৬২-৬, শ্যাম কুরান ১৭-৬-৪৬-৩।
দ্বিতীয় ইনিংসঃ ২৬৩/১০(৭৭)
ম্যাথু ওয়েড ১১৭(১৬৬), মিচেল মার্শ ২৪(৬৭)
জ্যাক লিচ ২২-৮-৪৯-৪, স্টুয়ার্ট ব্রড ১৫-১-৬২-৪।
ফলাফলঃ ইংল্যান্ড ১৩৫ রানে জয়ী।
ম্যাচ সেরাঃ জোফরা আর্চার।
সিরিজ ফলাফলঃ ২-২ এ সমতা।
সিরিজ সেরাঃ স্টিভেন স্মিথ এবং বেন স্টোকস।