আয়ারল্যান্ড সিরিজের জন্য ১৪ জনের স্কোয়াড ঘোষণা করলো ইংল্যান্ড

নিউজ ডেস্ক »

এই মাসের ৩০ তারিখ থেকে হতে যাওয়া করোনা পরবর্তী ক্রিকেটের প্রথম ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করলো ইংল্যান্ড। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে দলে থাকছেনা বেন স্টোকস , বাটলারদের মত তারকারা।

১৪ সদস্যের স্কোয়াডে ৪ বছর পর ডাক পেয়েছেন রিস টোপলে৷ দলে আবারো ডাক পেয়েছেন ডেভিড উইলি ও স্যাম বিলিংস। বিশ্রাম দেয়ে হয়েছে স্টোকস,  বাটলার,  আর্চারদের মত তারকা ক্রিকেটারদের৷ এই দলকে অধিনায়কত্ব করবেন বিশ্বকাপ যেতা অধিনায়ক ইয়ন মরগান।

দলের ব্যাটিং দায়িত্ব সামলাবেন বেয়ারস্টো, মরগান, স্যাম বিলিংসরা। অলরাউন্ডার হিসেবে আছেন টম কারান, মঈন আলি, লিয়াম ডাউসনরা। বোলিংয়ে আছে নতুন মুখ সাকলাইন মাহমুদ, ডেভিড উইলি সহ আরও অনেকেই।

করোনা পরবর্তী ক্রিকেটে  এটই প্রথম আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়ে শুরু হচ্ছে ওয়ানডে সুপার লিগও। যে লিগেত শীর্ষ ৭ দল ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।

দেখেনিন ১৪ সদ্যস্যর স্কোয়াডঃ-

ইয়ন মরগান(অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেট কিপার),  রিচ টোপলে, মঈন আলি, স্যাম বিলিংস, টম ব্যান্টন, টম কারান, লিয়াম ডাউসান, জো ডেনলি, সাকলাইন মাহমুদ, আদিল রাশিদ, জেসন রয়, জেমস ভিন্স ও ডেভিড উইলি।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »