আয়ারল্যান্ডকে হারিয়ে ফাইনালে উইন্ডিজ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ৫  উইকেটের জয় পেয়েছে উইন্ডিজ। এই জয়ে ৩ ম্যাচে বোনাস সহ ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করল উইন্ডিজ।

ডাবলিনে শুরুতে টস জিতে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড গত ম্যাচের বিপরীত চিত্র দেখায় উইন্ডিজের বোলারদের। দলীয় ১৯ রানে প্রথম উইকেটের পতন ঘটলেও ১৪৬ রানের জুটি গড়েন এন্ড্রু বালবিরনি এবং অভিজ্ঞ পল স্টার্লিং। গ্যাব্রিয়েলের বলে ক্যাচ তুলে ফিরে যাওয়ার আগে স্টার্লিংয়ের ব্যাট থেকে আসে ৭৭ রান। অন্যদিকে অপ্রপ্রান্তে থাকা বালবিরনি ১২৪ বল মোকাবেলায় করেন ১৩৫ রান। অবস্থা বেগতিক দেখে এদিন ৮ জন বোলার ব্যবহার করেন অধিনায়ক হোল্ডার। শেষের দিকে কেভিন ও’ব্রায়ানের ৪০ বলে ৬৩ এবং মার্ক এডায়ারের অপরাজিত ১৩ বলে ২৫ রানে ভর করে নির্ধাতিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৭ রানের বড় পুঁজি পায় আয়ারল্যান্ড।

লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে ৮৪ রান আসে শাই হোপ এবং শন এমব্রিসের ব্যাট থেকে। এমব্রিস ১২৬ বলে ১৪৮ রান করে জয়ের ভিত গড়ে দিয়ে গেলে মিডল অর্ডারে রোস্টন চেজের ৪৬, জোনাথান কার্টারের অপরাজিত ৪৩ এবং অধিনায় হোল্ডারের ৩৬ রানে চড়ে ইনিংসের ১৩ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় তুলে নেয় উইন্ডিজ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »