আসলে একটা জায়গা কারো জন্য ফাঁকা থাকে না : রাজ্জাক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এই সিজনে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আব্দুর রাজ্জাক। চলমান জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে খুলনা বিভাগের হয়ে রংপুর বিভাগের বিপক্ষে ম্যাচের প্রথম দিনেই উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়েছেন বাঁহাতি এই স্পিনার।

প্রথম শ্রেণির ক্রিকেটে আব্দুর রাজ্জাকের এই রেকর্ডের ধারে কাছেও নেই আর কোন বোলার। গত বছরের জানুয়ারিতে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন রাজ্জাক।

দেশের ক্রিকেটের কিংবদন্তী এই স্পিনার সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন নিউজ ক্রিকেট ২৪ এর। বাংলাদেশের ভারত সফর, সাকিবের শাস্তি সহ তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাজ্জাকের সাথে কথা বলেছেন নিউজ ক্রিকেট ২৪ এর সিনিয়র স্টাফ রিপোর্টার দুর্জয় দাশ গুপ্ত।

প্রশ্নঃ দিন কয়েক আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। কেমন লাগছে এমন একটি ইতিহাস গড়তে পেরে?

আব্দুর রাজ্জাকঃ অবশ্যই আমাদের জন্য এটি একটি বড় ব্যাপার ৬০০ উইকেট আমাদের দেশের প্রেক্ষাপটে। খুবই চমৎকার একটা অনুভূতি, এটা আসলে বলে বোঝানো সম্ভব নয়।

প্রশ্নঃ এবারের জাতীয় লিগ নিয়ে কি বিশেষ কোন পরিকল্পনা ছিলো?

আব্দুর রাজ্জাকঃ জাতীয় লিগ নিয়ে আলাদা কোন পরিকল্পনা ছিলো না। প্রত্যেক বছর জাতীয় লিগকে ঘিরে যেমন প্রস্তুতি থাকে তেমনই ছিলো। আমার মূল লক্ষ্য থাকে প্রতিটি আলাদা আলদা ম্যাচে ভালো বল করা। সিজনের শেষে গিয়ে যেন আমি একটা ভালো অবস্থানে থেকে শেষ করতে পারি এটাই টার্গেট থাকে। আগেও এমনটাই ছিলো, এবারো ঠিক তাই।

প্রশ্নঃ দেশের ক্রিকেটের জন্য বর্তমান সময়টা দুর্বিষহ। এই সময়টাতে ভারত সফরে বাংলাদেশ। এই সফরের শুরুটা বেশ ভালোই ছিলো। ভারত সফরটাকে কিভাবে দেখছেন?

আব্দুর রাজ্জাকঃ আসলে দেশের ক্রিকেটের এখনকার সময়টা দুর্বিষহ বলবো না। কারণ ক্রিকেটে ভালো সময়, খারাপ সময় থাকে। কোন দলের পক্ষে সম্ভব না একটানা জয়ের মধ্যে থাকা। আমি বলবো না যে খুবই খারাপ সময়। তারপরও জয় সবসময়ই একটা দলের জন্য ভালো। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়া জয়টা একটা বড় ব্যাপার। তবে এই জয়ে বাংলাদেশ ক্রিকেটের মোড় ঘুরে যাবে এমনটা না। যদি একের পর এক জয় পাওয়া যেতো তবে মোড়টা ঘুরতে পারতো।

প্রশ্নঃ বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের স্পিন আক্রমণে আপনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অনেকদিন। ভবিষ্যতে আপনার জায়গাটা তরুণ কোন স্পিনার নিতে পারবে বলে বিশ্বাস করেন?

আব্দুর রাজ্জাকঃ হ্যাঁ, জাতীয় দলের স্পিন আক্রমণে আমি ছিলাম অনেকদিন। আসলে একটা জায়গা কারো জন্য কখনোই ফাঁকা থাকে না। আমি যাবো আমার জায়গায় কেউ আসবে তারপর সে যাবে তার জায়গায় নতুন কেউ আসবে। কেউ আমার থেকে ভালো হবে কিংবা কেউ খারাপ হবে। হুবহু আমার মত হওয়াটা খুব কঠিন ব্যাপার। তবুও আমি আশা করি আমার থেকে ভালো কেউ আসবে আমার জায়গাটায়।

প্রশ্নঃ আমরা সবাই জানি ১ বছরের জন্য ক্রিকেটের বাইরে চলে গেছেন সাকিব আল হাসান। একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন?

আব্দুর রাজ্জাকঃ আসলে এই পুরো ব্যাপারটা আইসিসি নিয়মের মধ্যে থেকে করেছে এবং সাকিবও সেটাই বলেছে। এটা পুরোটাই আইসিসির ব্যাপার। এখানে আসলে আমাদের কিছু করার নেই। তবে সাকিবের ব্যাপারটা থেকে তরুণদের শিক্ষা নিতে পারে। মাঠের ক্রিকেটের বাইরেও আরো অনেক ব্যাপারে ক্রিকেটারদের সচেতন হওয়া উচিত।

প্রশ্নঃ টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা হলো ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। প্রথম ম্যাচে একদম প্রতিরোধই গড়তে পারে নি বাংলাদেশ। এবার দিবা-রাত্রির ম্যাচ খেলবে দু’দল। বাংলাদেশকে নিয়ে আপনার ভাবনা কি?

আব্দুর রাজ্জাকঃ ভারতের বিপক্ষে আমাদের শুরু হয়েছে এটা আমাদের জন্য বেশ কঠিন ব্যাপার৷ ভারত এখন বিশ্বের সেরা টেস্ট দল। ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ জয় অনেক কঠিন ব্যাপার। আমি বলবো না অসম্ভব ব্যাপার, কিন্তু অনেক কঠিন। তবে একটা ভালো দিক হলো আমরা শক্ত প্রতিপক্ষ দিয়ে শুরু করছি। পরের প্রতিপক্ষগুলো আমাদের থেকে কিছুটা হলেও সহজ হবে।

প্রশ্নঃ ভবিষ্যতে যদি বাংলাদেশের স্পিন বোলিং কোচ হওয়ার সুযোগ আসে তবে কোচিংয়ে আসবেন? কোচিং নিয়ে বিশেষ কোন চিন্তাভাবনা আছে আপনার?

আব্দুর রাজ্জাকঃ এমন সুযোগ যদি কখনো আসে তবে অবশ্যই চেষ্টা থাকবে কাজে লাগানোর। কারণ আমি জীবনের পুরো সময়টাই ক্রিকেটের সাথে থাকতে চাই। সবকিছু যদি ঠিকঠাক মত থাকে আর উপরওয়ালা চাইলে আমি ক্রিকেটের সাথেই থাকবো। ধন্যবাদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »