নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে ফরচুন বরিশাল। শনিবার (২৭ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ১০ রানে হেরেছ তামিমের ফরচুন বরিশাল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে আভিস্কা ফার্নান্দোর ঝড়ো গড়ির ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ দাড় করায় চট্টগ্রাম। আভিস্কা অপরাজিত ৫০ বলে ৯১ রান করেন। এছাড়া শাহাদাত দিপু ৩১ ও কার্টিস ক্যাম্ফার অপরাজিত ৯ বলে ২৯ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে আহমেদ শেহজাদের ১৭ বলে ৩৯ রানের ঝড়ো গতির ব্যাটিংয়ে ভালোই সূচনা পায় বরিশার। এরপর তামিম ৩৩, সৌম্য ১৭ ও মুশফিক ২৩ রান করে আউট হলে ১০১ রানে ৫ উইকেটে হারায় বরিশাল। এরপর মেহেদি হাসান মিরাজের ১৬ বলে ৩৫ রানের ঝড়ো গতির ব্যাটিংয়ে বরিশাল জয়ের সম্ভাবনা তৈরি করলেও আর পেরে ওঠেনি। ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রানে থামে বরিশালের ইনিংস।
নিউজক্রিকেট২৪/আরএ