নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশে চলছে লকডাউন। মারাত্বক ছোঁয়াছে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মসজিদে জামাতে নামাজ পড়াও সাময়িক ভাবে বন্ধ রয়েছে। এতে সারা দিয়ে বাংলাদেশের সুপারস্টার ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল তার নিজ বাড়িতে পরিবারের সকলকে ও ভাড়াটিয়াদের নিয়ে জামাতের সহিত নামাজ আদায় করছেন।
এই লকডাউনের কারণে বাংলাদেশে বন্ধ হয়ে গিয়েছে ঢাকা প্রিমিয়ার লীগ যেখানে দীর্ঘদিন পর আশরাফুল তাঁর বন্ধু মাশরাফির সাথে একই দলে খেলার কথা। এতে তারা দুজন ছিলেন বেশ রোমাঞ্চিত। তাই বর্তমানে নিজ বাড়িতেই অবস্থান করছেন তিনি। এই অবসর সময়ে নিজেকে ফুরফুরে রাখতে বাড়িতেই খেলছেন ক্রিকেট।
আশরাফুল জানান, ‘আমার মনে হচ্ছে এই ভাইরাস দীর্ঘদিন থাকবে, সবাই ধৈর্য ধরেন। মানুষের সাহায্যে আমাদের সামর্থ অনুযায়ী সবাইকে এগিয়ে আসতে হবে।’
এই লকডাউনের অবসর সময় কিভাবে কাটাচ্ছেন তা জানতে চাইলে আশরাফুল জানান, ‘সময় ভালই যাচ্ছে। ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে যায়। এরপর বাড়ির সবাই মিলে জামাতের সহিত নামাজ আদায় করি। আসরের পর বাড়ির আঙ্গিনাতে ক্রিকেট খেলি। এশার নামাযের পর লুডু, ক্যারম খেলি। এভাবেই সময় কেটে যায়।’
বাংলাদেশ সময়ঃ ৬.২০ পিএম
নিউজক্রিকেট২৪/ এমএস