আশরাফুল – নাফিসের ব্যাটে বরিশালের ড্র

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এনসিএলের ২১ তম আসরের প্রথম রাউন্ডে সিলেট ডিভিশনের বিপক্ষে বড় জয়ের পর দ্বিতীয় রাউন্ডে এসে চট্টগ্রামের বিপক্ষে কষ্ট সাধ্য ড্র করে বরিশাল ডিভিশন। দ্বিতীয় রাউন্ডে চতুর্থ দিনে এসে আশরাফুল-নাফিসের  দৃঢ়তায় অবশেষে ড্রয়ের মুখ দেখে বরিশাল।

প্রথম ইনিংসে চট্টগ্রামের করা ৩৫৬ রানের বিপরীতে নাইম হাসানের বোলিং তোপে মাত্র ২১৬ রানে গুটিয়ে যায় বরিশাল ডিভিশন। ১৪০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে চট্টগ্রাম ডিভিশন। চতুর্থ দিনে এসে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রানে ইনিংস ডিক্লেয়ার করে চট্টগ্রাম। প্রথম ইনিংসের ১৪০ রানের লিড আর দ্বিতীয় ইনিংসে ১৯৫ রানের পরিপেক্ষিতে বরিশালকে ৩৩৬ রানের টার্গেট ছুঁড়ে দেয় চট্টগ্রাম।

৩৩৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই রাফসানকে হারিয়ে বসে বরিশাল। মাত্র দুই সেশনে জয়টা প্রায় অসম্ভব বরিশালের জন্য তাই তো ড্র করার প্রত্যাশা নিয়ে পিচে থাকে বরিশালের ব্যাটসম্যানরা। রাফসান শুরুতে আউট হলেও সেখান থেকে প্রতিরোধ গড়ে মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফিজ। দুই জনের জুটি থেকে আসে ১১৩ রান আর ঐ জুটিতেই ড্র করাটা সহজ হয় বরিশালের জন্য। শাহরিয়ার নাফিজ করেন ৪২ ও আশরাফুল করেন ৬০ রান।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে জাদু দেখান স্পিনার নাইম হাসান। প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও চার উইকেট নেন চট্টগ্রামের এই স্পিনার। নাইমের বোলিং তোপে বরিশালের ম্যাচ হারের শঙ্কা জাগলেও শেষ দিকে মোসাদ্দেকের ৩৫ ও শামসুল ইসলামের ১৫ রানে ড্র সম্পন্ন করে বরিশাল। শেষ পর্যন্ত দিন শেষে ৭ উইকেটে ১৭৪ রান তোলে বরিশাল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »