আশরাফুল একজন এক্সট্রাঅরডিনারি টেলেন্টঃ- হার্শা ভোগলে!

নিউজ ডেস্ক »

অভিষেকে সর্ব কনিষ্ঠ সেঞ্চুরিয়ান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরি।  কিংবা সাউথআফ্রিকা বধের অন্যতম কারিগর৷ অনেক সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক  ক্রিকেটে আসা। তাছাড়া কালের বিবর্তনে ফিক্সিংয়ের সাথে জড়িয়ে যাওয়া সব কিছুতে জড়িয়ে আছে মোহাম্মদ আশরাফুলের নাম।  নিজের হাতে শেষ করেছেন নিজের ক্রিকেট ক্যারিয়ার।

আশরাফুল অনেক প্রতিভাবান ছিলেন। কিন্তু নামের পাশে এই প্রতিভার বিকাশ তিনি করতে পারেননি।  দেশের হয়ে ৬১ টেস্ট, ১৭৭ ওয়ানডে ও ২৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলে কোনো ফরমেটেই ২৫ এর গড় ছুতে পারেননি।  এর সাথে ফিক্সিংয়ের সাথে জড়িয়ে দেশের ক্রিকেটে কালো অধ্যায় নামিয়ে আনা সব ভক্ত- সমর্থকদের আক্ষেপ বাড়য়ে দেয়।

সম্প্রতি, পাকিস্তানের উমর আকমল ম্যাচ পাতানোর অনুরোধ পেয়ে সেটা না জানানোর অভিযোগে ৩ বছরের নিষেধাজ্ঞা পান। আর এই নিয়ে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্সা ভোগলে একটি টুইট করেন তার টুইটারে।  সেখানে উঠে আসে বাংলাদেশের আশরাফুলের নাম। তার মতে আশরাফুল আর উমর আকমল দুজনেই এক্সট্রাঅরডিনারি ক্রিকেটার৷

তিনি তার টুইটে  লিখেন, ” আমাদের পূর্ব ও পশ্চিম দিকে আমি দুইজন এক্সট্রাঅরডিনারি (অসামান্য) প্রতিভা দেখেছি। তারা মোহাম্মদ আশরাফুল আর উমর আকমল।  এটা তোমার উপর নির্ভর করে তুমি তোমার প্রতিভাকে কিভাবে ব্যাবহার করছো। প্রতিভা নিজে নিজেই অপর্যাপ্ত।”

 

বাংলাদেশ সময়ঃ ৫.৩৫

নিউজক্রিকেট/ আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »