আশরাফুলের দৃষ্টিতে বিশ্বকাপের ১৫ সদস্যের দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আইসিসি টি২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল আজই ঘোষণা করার কথা। বিসিবি কর্তৃক দল ঘোষণার আগেই নিজের পছন্দ মতো ১৫ সদস্যের দল দিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ব্যাটার ও অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

আশরাফুলের ঘোষিত দলে রাখা হয়নি তাসকিন আহমেদকে। আছেন তানজিম সাকিব এবং সাম্প্রতিক সময়ে টি২০ দলে না খেলা তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

আশরাফুলের ঘোষিত ১৫ সদস্যের দল-

নাজমুল শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহেদী, রিশাদ হোসাইন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন ও মুস্তাফিজুর রহমান।

উল্লেখ্য আগামী ০২ জুন কানাডা বনাম আমেরিকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টি২০ বিশ্বকাপ। ৮ জুন দিনের ২য় ম্যাচে অর্থাৎ বিশ্বকাপের ১৫তম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »