নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিপ টেস্টে উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়া ক্রিকেটাররা আজ আবারো সুযোগ পাচ্ছেন নিজেদেরকে প্রমাণ করার। ১১ নম্বর তুলতে পারেননি যারা তারাই আজ দ্বিতীয় সুযোগ পাচ্ছেন।
এর আগে প্রথম দিন অর্থাৎ ১ অক্টোবর প্রথম দফায় ক্রিকেটারদের বিপ টেস্ট করা হয়। কিন্তু প্রথমবার উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, ইলিয়াস সানী, তুষার ইমরান, নাসির হোসেনের মত ক্রিকেটাররা।
আসন্ন জাতীয় লীগে অংশগ্রহণের জন্য বিপ টেস্টে ১১ নম্বর বাধ্যতামূলক করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর বিপ টেস্টে উত্তীর্ণ হওয়ার নম্বর ছিল ৯। এ বছর দুই নম্বর বেড়ে যাওয়ায় অনেক সিনিয়র ক্রিকেটারই কাঙ্ক্ষিত নম্বর তুলতে ব্যর্থ হয়েছেন। বিপ টেস্টের প্রথম দফার ৫ দিন পর আজ আবারো বিপ টেস্টে ব্যর্থ হওয়া ক্রিকেটাররা বিপ টেস্ট দিতে পারবেন। তবে আজ ব্যর্থ হলে জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) অংশগ্রহণ করতে পারবেন না ক্রিকেটাররা।
বিপ টেস্ট মূলত এমন এক পরীক্ষা যেখানে মূলত ব্যাট, প্যাড বা বল নিয়ে ক্রিকেটারদের দম বিচার করা হয়। এই প্রক্রিয়াই বুঝা যায় একজন ক্রিকেটার ঠিক কতটা প্রাণশক্তির নির্ণায়ক হতে পারে। প্রথম দফায় ব্যর্থ হলেও ৫ দিন সময় পেয়েছেন আশরাফুলরা। এর মধ্যে তারা পেয়েছেন ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ। তাই আজ আশরাফুল-রাজ্জাকদের উত্তীর্ণ হওয়ার সম্ভবনাই বেশি।