আলাদা কোচের অধীনে কাজ করবেন সোহান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। কিন্তু তাই বলে থেমে থাকতে চান না সোহান। নিজের কাজটা ঠিকঠাকভাবে করতে এখন আলাদা কোচের অধীনে কাজ করবেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

নুরুল হাসান সোহানকে বলা হয় বাংলাদেশের অন্যতম সেরা উইকেটরক্ষক। উইকেট কিপিংয়ে মুশি, লিটনদের থেকে এগিয়ে রাখা হয় সোহানকে। দীর্ঘ কয়েক বছর ছিলেন জাতীয় দলের আশেপাশে কিন্তু এখন অনেকটা দূরে চলে গেছেন। সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিয়ারটা এত লম্বা না। তবে সুযোগ মিলেছে অনেকবারই।

নতুন কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে ৩৫ সদস্যের কন্ডিশনিং ক্যাম্পে জায়গা মিলে নি সোহানের। মূলত এ কারণেই তার আক্ষেপটা একটু বেশি। তাই বলে বসে থাকবেন না সোহান। নিজের মত করেই প্রস্তুতি সারবেন সোহান। এজন্য ব্যাটিং আর কিপিংয়ের জন্য আলাদা কোচ রেখেছেন।

এ ব্যাপারে নুরুল হাসান সোহান নিউজ ক্রিকেট ২৪ কে জানান, “নিজের ট্রেনিংয়ের জন্যই ব্যক্তিগত ট্রেনার রেখেছি। ব্যাটিং আর কিপিংয়ের জন্য আলাদা কোচ রেখেছি। আর আমার মনে হয় আমার ক্যারিয়ারটা ঠিক করতে হলে আমাকেই কিছু করতে হবে। আর সেদিকেই এগোচ্ছি আমি।

কথা প্রসঙ্গে সোহান আরো বলেন, “শেষ তিন চার বছর ধরে জাতীয় দলের সাথে এভাবেই আছি আমি। সবসময় সেই চিন্তা নিয়েই থাকতে হয় যেকোনো সময় বাদ যেতে পারি। আপনি জাতীয় দলের সাথে থাকবেন অনেক দিন ধরে কিন্তু ৩৫ সদস্যের দলে থাকবেন না এটা হতাশাজনক। মোটামুটি ভালোই ছন্দে ছিলাম। ধারাবাহিকভাবে কিছুদিন ধরে ভালো খেলে আসছি।” সোহান আরো বলেন, ৩৫ সদস্যের দলে জায়গা হয় নি বলে ভেঙে পড়তে চান না। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে চান সোহান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »