আর শিক্ষানবিশ হয়ে থাকতে চান না মুমিনুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলা ২০০০ সাল থেকে। ইতিমধ্যেই এই ফর্মেটে ২০ বছর অতিক্রম করেছে। ক্রিকেটের অভিজাত ফর্মেটে এখনো তেমন কোন সাফল্যের দেখা পায় নি বাংলাদেশ। বড় বড় দলগুলোর বিপক্ষে জয়ের দেখা পেলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারে নি বাংলাদেশ। নবাগত আফগানিস্তান এবং ভঙ্গুর ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষেও পেতে হয়েছে হারের তিক্ত স্বাদ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হারার পর এ ফরম্যাটে টাইগারদের দৈন্যদশা নিয়ে ফের আলাপ শুরু হয়েছে। এতদিন ধরে টেস্ট খেলার পরে আর শিক্ষানবিশ হয়ে থাকতে চান না টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

 

বর্তমানে বাংলাদেশ জাতীয় দল নিউজিল্যান্ডে অবস্থান করছে। ওয়ানডে ও টি-২০ সিরিজে খেলতে দলের অধিকাংশ খেলোয়াড় রয়েছেন নিউজিল্যান্ড সফরে। টেস্ট ক্রিকেটে খেলা মুমিনুল হক সহ আরও কয়েকজন ক্রিকেটার দেশে রয়েছেন। কেউ কেউ ঘরোয়া ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছেন, কেউ চোখ রাখছেন শ্রীলংকা সিরিজে। টেস্ট ক্যাপ্টেন মোমিনুল চোখ রাখছেন শ্রীলংকা সিরিজে!

 

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে মুমিনুল জানান আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য নিজের ঘাটতিগুলো নিয়ে নিজেই কাজ করছেন তিনি। তিনি বলেন, “আমি নিজে নিজেই প্রস্তুতি নিচ্ছি। আমাদের টেস্ট স্কোয়াডের কিছু সদস্য আছে আর বাকিরা নিউজিল্যান্ডে। আমি মনে করি এটা আমার জন্য এবং বাকি ক্রিকেটারদের জন্য আমাদের স্কিলসেটের ঘাটতিগুলো নিয়ে কাজ করার সুযোগ।”

আমাদের হাতে সময় আছে এবং আমরা আমাদের টেকনিক্যাল খুঁতগুলো নিয়ে কাজ করতে পারি। দেখুন, ম্যাচ খেলা ছাড়া সম্পূর্ণ প্রস্তুতি নেয়া যায় না। আমি মনে করি এনসিএল খেলার মাধ্যমে আমাদের একটা ভালো প্রস্তুতি হবে এবং আমরা বুঝতে পারব আমাদের অবস্থানটা কোথায়।”

টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থ বাংলাদেশ দল। প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজে একই রকম ব্যর্থতার পরও ম্যাচ শেষে অনেকেই বলে থাকেন আমরা এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কাজে লাগাতে চাই। দেখা যায় পরের ম্যাচেও একই ভুলে ম্যাচ হারে বাংলাদেশ। এই শেখার শেষ কোথায়? এই প্রশ্নটা প্রতিটা ক্রিকেট ভক্তের মাঝেই ঘুরে বেড়ায়। একটা দল কোনো এক ফর্মেটে যখন ২০ বছর অতিক্রম করার পরও সেই দলের খেলোয়াড়েরা শিখতে থাকেন তাহলে মাথা তুলে দাঁড়াবে কখন! অবশ্যই প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা শেখার আছে। কিন্তু প্রতি ম্যাচে বাজে ক্রিকেট খেলে শেখার বিষয়টা অযৌক্তিক! বাংলাদেশ টেস্ট দলের বর্তমান ক্যাপ্টেন মুমিনুল হক এ শেখার প্রক্রিয়া আর দীর্ঘায়িত করতে চান না I

তিনি বলেন, “আমি আর শিখতে চাই না। আমরা গত বিশ বছর ধরে শিখছি। আমাদের যদি আরো দশ বছর শিখতে হয় তাহলে আমাদের ক্রিকেট ক্যারিয়ারই শেষ। ম্যাচ জিততে না পারলে এই পুরো শেখার প্রক্রিয়াটাই মূল্যহীন। আমাদের দ্রুত শিখতে হবে এবং মাঠে তা ডেলিভার করতে হবে- এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ তা না হলে আমরা ভালো র‍্যাঙ্কিংয়ে যেতে পাব না। এভাবে শেখার আর অভিজ্ঞতা নেওয়ার কোনো মানে হয় না।

উল্লেখ্য টেস্ট স্টাটাস পাওয়ার পর ২০০০-২০২১ পর্যন্ত মোট ১২১ টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১৪ জয়, এবং ১৬ ড্রয়ের বিপরীতে বাংলাদেশের হার ৯১ টি। বাংলাদেশের রঙিন পোশাকের সাফল্যের তুলনায় এই পরিসংখ্যান বড্ড বেমানান।

নিউজক্রিকেট / রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »