নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের বর্তমান দলে এক ঝাঁক তরুণ পেসার রয়েছেন। তাদের মধ্যে বিশেষভাবে সবার নজর কেড়েছেন আর্শদীপ সিং। তাই তাকে নিয়েই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সাজানোর পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।
বিশ্বকাপ নয় আসন্ন এশিয়া কাপের দলেও তাকে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। শাস্ত্রীর বিশ্বাস এই পেসার পার্থক্য গড়ে দিতে পারেন দুটি টুর্নামেন্টেই। চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে আর্শদীপের।এই পেসারকে সুযোগ দিতে যে কাউকে বসাতে রাজি শাস্ত্রী।
তিনি বলেন,”ভারতীয় দলে আর্শদীপকে আমি রাখবই। সেজন্য যাকেই বসাতে হোক না কেন। আমি তিনজন ডানহাতি পেসার ও একজন বাঁহাতি পেসার নিয়ে একাদশ সাজাতে বলবো। সঙ্গে থাকবে অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া। জসপ্রিত এবং ভুবনেশ্বর তো থাকবেই। সেই সঙ্গে শামিরও থাকা উচিত।”
কদিন আগে সাবেক ভারতীয় নির্বাচক কৃষ্ণামাচারি শ্রীকান্ত তার মুগ্ধতার কথা জানিয়েছিলেন আর্শদীপকে নিয়ে। একইসঙ্গে ভারতের এই বাঁহাতি পেসারকে নিয়ে বিশ্বকাপের স্কোয়াডের জন্য প্রধান নির্বাচক চেতন শর্মার দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি।
শ্রীকান্ত বলেছিলেন,”সে টি-টোয়েন্টি ভবিষ্যৎ শীর্ষ বোলার। সে দারুণ বোলার। আর্শদীপ সিংয়ের নাম লিখে রাখুন। সে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাবে। চেতু (চেতন শর্মা) ওর নামটা অনুগ্রহ করে লিখে নাও।”