https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
সারা বিশ্বে ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ যেন এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। বড় বড় ক্রিকেট খেলুড়ে দেশগুলোর পাশাপাশি ছোট দেশগুলোও পিছিয়ে নেই টি-২০ টুর্নামেন্ট আয়োজন করতে।
বিশ্বে জনপ্রিয় টি-২০ লিগগুলোর মধ্যে অন্যতম আইপিএল, বিগব্যাশ, বিপিএল কিংবা সিপিএলের মত টুর্নামেন্টগুলো। যার ধারাবাহিকতায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডও তাদের নিজ দেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্যে চালু করে আফগান প্রিমিয়ার লিগ। সেই টুর্নামেন্ট মাত্র একটি আসর মাঠে গরানোর পরই বন্ধ হয়ে যাচ্ছে।
জানা যায় আর্থিক সঙ্কটে পড়েই এই টুর্নামেন্ট বন্ধ করে দিচ্ছে আফগান ক্রিকেট বোর্ড। আফগান প্রিমিয়ার লিগের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘সিক্সার্স স্পোর্টস’ গত আসরে টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় এই প্রতিষ্ঠানটিকে সরিয়ে দেয়া হয়েছে টুর্নামেন্ট আয়োজনের পদ থেকে।
শুধু তাই নয় গুঞ্জন উঠেছে আফগান প্রিমিয়ার লিগে দুর্নীতি নিয়েও। ধারণা করা হচ্ছে সিক্সার্স স্পোর্টসের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরাই এমনটা ঘটাতে পারে। আগামী মাসে এই টুর্নামেন্টটি শুর হবার কথা থাকলেও সেটা হবার সম্ভাবনা খুবই ক্ষীণ।