নিউজ ডেস্ক »
সারা বিশ্বে এখন সব ধরণের ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ। ক্রিকেটের ক্ষেত্রেও সমান অবস্থা বিরাজ করছে। নেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঘরোয়া লিগও। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে সব ক্রিকেট বোর্ড৷ এই আর্থিক ক্ষতি পোষাতে ভারতকে সাথে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ যাতে দুঃসময়ে পাশে থাকা যায় সকলের পাশে।
করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বের অর্থনীতি দিন দিন মন্দা হচ্ছে। খেলাধুলারও একই অবস্থা। এই আর্থিক হিমসিম সামাল দিতে না পেরে ক্রিকেট অস্ট্রেলিয়া ইতিমধ্যে তাদের কিছু কর্মী ছাটাই ও বেতন কাটার ঘোষণা দিয়েছে৷ এমন পরিস্থিতি বেশিদিন চলতে থাকলে ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য টিকে থাকাটা বড্ড বেশি কষ্ট হয়ে যাবে।
এই পরিস্থিতি কাটিয়ে উঠতে তাদের দেশের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনেক বেশি ঘটা করে আয়োজন করতে চায়। সাথে আসন্ন ভারতের বিপক্ষে ৪ ম্যাচের টেষ্ট সিরিজটি বাড়িয়ে ৫ ম্যাচের টেষ্ট সিরিজ আয়োজন করতে চায়। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইকে তারা শীঘ্রই অফিশিয়াল প্রস্তাব পাঠাবে৷
এসব নিয়ে কথা বলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কেভিন রবার্টস। তিনি বলেন, ” সব খেলা বন্ধ থাকায় আমাদের আর্থিক ভাবে বেশ ক্ষতির মুখে পড়তে হচ্ছে৷ এটা সামলিয়ে উঠার একমাথ পথ বেশি বেশি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা। এই সময় আমরা ভারতের সাথে আসন্ন সিরিজ নিয়ে কোনো সিদ্ধান্তে যায়নি এখনো। ভারতীয় ক্রিকেট বোর্ড ও তাদের ক্রিকেটারদের নিয়ে আমরা এমন একটা সিরিজ আয়োজন করতে চাই যা দেখে সারা বিশ্বের মানুষ অনুপ্রাণিত হবে। মাঠে দর্শক থাকুক বা না থাকুক৷ “
“বিসিসিয়াইয়ের সাথে আমরা এসব ব্যাপারে আলোচনা করছি। আসন্ন টেষ্ট সিরিজ ৫ ম্যাচের না হলেও আমরা আগামী গ্রীষ্মে এটি আয়োজন করতে চাই। আমাদের এমনি এক পরিকল্পনা আছে। আর আমরা এভাবেই এগুচ্ছি।” —সাথে যোগ করেন তিনি।
বাংলাদেশ সময়-২.২৫ পি এম।
নিউজ ক্রিকেট/আরআর