আর্থিক ক্ষতি হলেও দেউলিয়া হবেনা বিসিবি

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের তান্ডবে পুরো ক্রীড়াজগত এখন স্থবির হয়ে আছে। মাঠে নেই কোনোরকমের খেলাধুলা। ক্রিকেটের ক্ষেত্রেও একি। ২২ গজের পিচে কোনো খেলা নেই অনেকদিন। সামনে কবে নাগাদ শুরু হবে কেউ বলতে পারছেনা। এমন সময় নানানদিকে  প্রশ্ন উঠছে এমন চললে তবে কি দেউলিয়া হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? কিন্তু ক্রিকেট বোর্ড বলছে তারা অন্তত ৫ বছর ঠিকে থাকতে পারবে।

গত ১৮ এপ্রিল ভারতের শীর্ষ সংবাদ পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া একটি খবর প্রকাশ করে যেখানে তারা বিশ্বের কিছু বড় ক্রিকেট বোর্ড নিয়ে আলোচনা করে যারা এই করোনার কারণে রাজস্ব আয় হারিয়ে আর্থিক সংকটে পড়বে৷

তারা শংকার কথা জানিয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে।

তবে এই শঙ্কার কথা সরাসরি নাকচ করে দিয়েছে বিসিবি পরিচালক ও অর্থ কমিটির প্রধান ইসমাইল হায়দার মল্লিক ও বিসিবি পরিচালক আকরাম খান। তারা জানান ক্রিকেট বোর্ড এই পরিস্থিতিতে আর্থিক ক্ষতিতে পড়লেও কোনো ভাবেই পথে বসবেনা। তারা অন্তত ৫ বছর টিকে থাকার ক্ষমতা রাখে।

এই বিষয়ে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘এমন সংবাদ কিসের ভিত্তিতে করে প্রকাশ করা হয়েছে জানিনা। আমি মনে করিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড পথে বসবে কিংবা দেউলিয়া হবে। বোর্ডের অন্তত বছর টিকে থাকার সক্ষমতা আছে।‘

ক্ষতি হবে ঠিক। কিন্তু সেটা সাময়িক। এমন পরিস্থিতিতে সব ক্রিকেট বোর্ডেই পড়বে শুধু বাংলাদেশ না। ভারতেরও কি কম ক্ষতি হবে? সবার কম বেশি ক্ষতি গুনতে হবে। আমাদের টি-টুয়েন্টি বিশ্বকাপ আর বিপিএল এখনো দূরে আছে। আমরা পথে বসবো এই কথাটি ঠিক না। পুরো বিশ্বের কথা আমাদের মানতে হবে।‘ — সাথে যোগ করে তিনি।

বিসিবির পথে বসার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে স্পন্সরশিপ আর টিভি স্বত্ত্ব নিয়ে। ইউনিলিভার আর গাজী টিভির সাথে চুক্তির মেয়াদ শেষের দিকে প্রায়। তবে এই কঠিন পরিস্থিতিতে নতুন স্পন্সর পাওয়া যাবেনা এখনি। তবে এর কারণে পথে বসবে এটা মানতে নারাজ আকরাক খান। তিনি বলেন, এগুলো আসলে অনুমান করে বলা। চুক্তি নিয়ে যেগুলো হচ্ছে এসব পরিস্থিতি স্বাভাবিক হলে ঠিক হয়ে যাবে। আর এই অবস্থায় আমরা বছর টিকে থাকতে পারবো।‘

নিউজ ক্রিকেট২৪ / আর আর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »