নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৬০ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা। শুধু আর্জেন্টাইন নয় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন ম্যারাডোনা। ম্যারাডোনার বিদায়ে ফুটবল জগতে নেমে আসলো শোকের ছায়া। ফুটবল হারালো এক হার না মানা যোদ্ধাকে।
১৯৮৬ সালে একক প্রচেস্টায় আর্জেন্টিকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ম্যারাডোনা। ফুটবলকে যেন শিল্পে পরিনত করেছিলেন তিনি। তকমা পেয়েছিলেন সর্বকালের সেরা ফুটবলার ও ফুটবল ঈশ্বর নামে।
মৃত্যু এমনই একটা শব্দ, মনে হয় সবার মাঝে থেকেও যেন কতো দূরে, মৃত্যু মানে কেবলই একটা জীবনের ইতি, একটা শরীরে পরিসমাপ্তি। কবি সাহিত্যিক কিংবা শিল্পিদের ভাষায়:যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেবো বেচাকেনা,
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেবো লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা!
মৃত্যু মানে কখনেই কোন সম্পর্কের শেষ নয়। বরং, মৃত্যুই এমন যা জীবিত থাকাকালীন অনেক চেপে রাখা সত্যকে সামনে নিয়ে আসে। স্মৃতি চারণায় বিস্মৃতির সরণি বেয়ে হেঁটে আসে অনেক সুখ, দুঃখ, ভালোলাগা, অভিমান, উল্লাসের এক একটা মুহূর্ত। মৃত্যু এমনই যা মুখে কিছু না বলে চোখের জলে কথা বলিয়ে দেয়। কৃর্তিমানের মৃত্যু নেই, ম্যারাডোনা বেঁচে থাকবেন ফুটবল প্রেমীদের হৃদয়ে।
নিউজক্রিকেট টুয়েন্টিফোর / রাসেল