আর্চারের জন্য নগ্ন হবেন ভন!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দল ঘোষণা করেছে আগেই। তবে সেখানে জায়গা হয়নি জোফরা আর্চারের। ক্যারিবিয়ান ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলেও নিজেকে প্রমাণ করছেন এই ক্রিকেটার। ফলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজে আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে তাঁর।

এদিকে আর্চারের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ায় বেশ চটেছেন মাইকেল ভন। সাবেক এই ইংলিশম্যান এক টুইট বার্তায় লিখেন, ‘আর্চার দুনিয়ার যেকোনো দলে সুযোগ পাওয়ার যোগ্যতা রাখে। আমি নিশ্চিত আর্চার বিশ্বকাপ দলে সুযোগ পাবে, তা না হলে আমি নগ্ন হবো!’

মাইকেল ভনের এমন টুইট বার্তার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্চারকে নিয়ে চলছে জোর আলোচনা। হয়তো শেষ পর্যন্ত বিশ্বকাপে দেখাও যেতে পারে তাকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »