নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মোঃ জসিম উদ্দিন, বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট স্মারক সংগ্রাহক৷ বিশ্বের বড় বড় ক্রিকেটারদের ব্যবহৃত ক্রিকেট সামগ্রী সংগ্রহ করাই তার মূল কাজ। বিশ্বের যে কয়জন বড় বড় ক্রিকেট স্মারক সংগ্রাহক আছেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের জসিম। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের বড় বড় ম্যাচগুলো তিনি দেখেছেন মাঠে বসে। নিজের সংগ্রহে রেখেছেন ইতিহাস রচনা করা ম্যাচগুলোর ব্যাট, বল কিংবা স্টাম্প।
প্রথমবারের মত দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ এখন ভারত সফরে। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ শুরু হচ্ছে ঐতিহাসিক টেস্ট ম্যাচটি। নিজের দেশকে সমর্থন জানাতে এবং এমন ইতিহাসের স্বাক্ষী হতে মোঃ জসিম উদ্দিন এখন কলকাতায় অবস্থান করছেন। বাংলাদেশের পতাকা হাতে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীর সানগ্লাস চোখে দিয়ে জসিম উদ্দিনকে দেখা গিয়েছে বিখ্যাত ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের সামনে।
মোঃ জসিম উদ্দিন ছিলেন ১৯ বছর আগে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে। ভারতের বিপক্ষে সেই ম্যাচের স্বাক্ষী হওয়া জসিম এবার আরেক ইতিহাসের স্বাক্ষী হচ্ছেন। প্রথমবারের মত গোলাপি বলে খেলবে বাংলাদেশ, তার তাদেরকে সমর্থন দিতে ইডেনের গ্যালারীতে বাংলাদেশের পতাকা হাতে দেখা যাবে জসিম উদ্দিনকে।
এ ব্যাপারে ক্রিকেট স্মারক সংগ্রাহক জসিম উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “সেই ১৯৯৭ সাল থেকে দেশের ক্রিকেটকে সমর্থন জানিয়ে যাচ্ছি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের বড় বড় যে অর্জন সবগুলোই আমি মাঠে বসে উপভোগ করেছি। ইচ্ছে ছিলো ক্রিকেটার হওয়ার কিন্তু পারিনি তবে দেশকে সমর্থন জানাতে ছুটে যাই বিদেশেও। বাংলাদেশের ক্রিকেট আরেক ইতিহাসের সামনে দাঁড়িয়ে। প্রথমবারের মত দিবারাত্রির টেস্টে নিজের দেশকে সমর্থন জানাতে আমি থাকবো ইডেনের গ্যালারীতে।”
ভারতের জনপ্রিয় পত্রিকা দ্য টাইমস অব ইন্ডিয়া জসিম উদ্দিনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জসিম উদ্দিনকে নিয়ে তাদের প্রতিবেদনে বলেছে হয়তো এই ইতিহাস গড়া ম্যাচের গোলাপি বলও জসিম উদ্দিন সংগ্রহ করবেন।